বিনোদন ডেস্ক: কিংবদন্তি সঙ্গীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল। অ্যাপোলো হাসপাতাল সূত্রে খবর, তাঁর কোভিড সংক্রমণজনিত জটিলতা নিয়ন্ত্রণে রয়েছে। হৃদযন্ত্রের জটিলতাও নিয়ন্ত্রণে। পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে।
হাসপাতাল সূত্রে খবর, আজ দুপুর ২টোর পর গীতশ্রীর শারীরিক অবস্থা পর্যালোচনা করতে মেডিক্যাল বোর্ড বৈঠকে বসেছে। সন্ধ্যা মুখোপাধ্যায় কতটা বিপদমুক্ত, তাঁর কোমরের আঘাত নিয়ে কী পদক্ষেপ নেওয়া হবে, তা নিয়ে এই বৈঠকে সিদ্ধান্ত হওয়ার কথা।
Post Views: 360



