নিজস্ব প্রতিবেদক: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সোনাগাজী রাস্তার মাথায় লালপুল এলাকায় তল্লাশি চালিয়ে ৮, ৮০০ পিচ ইয়াবা জব্দ করেছে র্যাব-৭ চট্টগ্রামের একটি চৌকস দল। একুশে ফেব্রুয়ারি বিকাল চারটায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল অভিযান পরিচালনা করেন। আটকৃতারা হলেন, মাস্টার মোঃ ইলিয়াছ ও মোহাম্মদ আব্দুর রশিদ।
র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গাড়িতে উঠার সময় দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। তাদের তল্লাশি করে বিশেষভাবে লুকায়িত পলিথিন ও বিস্কিটের ভিতর হতে উল্লেখ্য ইয়াবা উদ্ধার করেন।
জব্দকৃত ইয়াবার মূল্য আনুমানিক ২৭ লক্ষ টাকা।
জানা যায়, তিনি কক্সবাজার সদর পাহাড়তলী ইসলামপুর ওয়ামি (একাডেমী) মাদ্রাসার বর্তমান শিক্ষক। দীর্ঘ ১৪ বছর ধরে তিনি ওই মাদ্রাসায় শিক্ষকতা করে আসছেন এবং দ্বিতীয় জন কক্সবাজার সদর কুতুবদিয়া পাড়ার মোহাম্মদ আব্দুর রশিদ। তারা দু’জনেই পুরাতন রোহিঙ্গা ।
দুই মাদক ব্যবসায়ী বলেন, সঙ্ঘবদ্ধ চক্রের মাধ্যমে দীর্ঘদিন ধরে তারা এই মাদক ব্যবসা করে আসছেন। তারা উখিয়া ও টেকনাফের সীমান্তবর্তী এলাকা হতে কম দামে ইয়াবা ক্রয় করে ঢাকা, ফেনী, কুমিল্লায় বেশি দামে বিক্রয় করে আসছেন।
র্যাব জানান, উক্ত মাদক ব্যবসায়ীদের মাদকচক্রের সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসতে আমাদের গোয়েন্দা অভিযান অব্যাহত রয়েছে।




