প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড (বিসিবিএল) এর বিজনেস রিভিউ মিটিং-২০২৪ আজ বুধবার (০৭ ফেব্রুয়ারী)দুপুরে ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ তাজুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. মোঃ আব্দুল কাদের, প্রধান কার্যালয়ের সকল বিভাগীয় প্রধানগণ। এছাড়াও সকল শাখার ব্যবস্থাপক, উপশাখা ইনচার্জ ভার্চুয়াল প্লাটফর্মে অংশগ্রহন করেন।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল শাখা ও উপশাখার জানুয়ারী-২০২৪ ভিত্তিক ব্যবসায়িক কার্যক্রমের অগ্রগতি মূল্যায়ন এবং বিশ্লেষণের পাশাপাশি ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
প্রধান অতিথি মোঃ তাজুল ইসলাম বলেন, ব্যাংকের সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের ব্যাংকের সার্বিক প্রবৃদ্ধি অর্জণের লক্ষ্যে সর্বোত্তম গ্রাহক সেবা নিশ্চিতকরনের নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি ২০২৪ সালের কাঙ্খিত লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে প্রয়োজনীয় কর্মকৌশল ও দিকনির্দেশনা প্রদান করেন।




