বিনোদন ডেস্ক: দক্ষিণী অভিনেত্রী রশ্মিকা মান্দানা আজ গোটা ভারতের ক্রাশ। গোটা ভারতের সিনেপ্রেমীরা রশ্মিকার চোখের ইশারায় এবং মিষ্টি হাসিতে কাবু। এই সুন্দরী অভিনেত্রীর সৌন্দর্যের পাশাপাশি অভিনয় এবং মুখের অভিব্যক্তির প্রশংসায় পঞ্চমুখ সকলে। তাইতো রশ্মিকা আজ ন্যাশনাল ক্রাশ। একের পর এক ছবির সুযোগ তার হাতে। সদ্য অল্লু অর্জুন এর বিপরীতে ‘পুষ্পা দ্য রাইস’ অভিনয় করেও নজর কেড়েছেন তিনি।
সোশ্যাল মিডিয়াতে ব্যাপক জনপ্রিয় রশ্মিকা। ইনস্টাগ্রামে প্রায় ২৬.৮ মিলিয়নেরও বেশি অনুগামী রয়েছে তার। অথচ অভিনয় জগতে তার কেরিয়ার কিন্তু খুব বেশিদিনের নয়। মাত্র ৪ বছর আগে তিনি অভিনয় জগতে পা রেখেছেন। ২০১৬ সালে ‘কিরিক পার্টি’ নামের একটি ছবিতে অভিনয় করে তিনি ক্যামেরার পর্দাতে পা রাখেন। তারপর থেকে তার কেরিয়ারের গ্রাফটা ক্রমশ ঊর্ধ্বমুখী। আজ ভারতীয় সিনেমার সর্বাধিক জনপ্রিয় অভিনেত্রীদের তালিকাতে তার নাম থাকে প্রথম সারিতে।
মন মুগ্ধকর হাসি এবং দুর্দান্ত অভিনয় গুণে প্রথম ছবিতেই কিস্তিমাত করে ফেলেন অভিনেত্রী। একই সঙ্গে তিনি পেয়ে যান প্রচুর খ্যাতি এবং তার সঙ্গে পরপর অনেকগুলো ছবির প্রস্তাবও চলে আসে তার হাতে। আজ তিনি দক্ষিণের একজন সুপারহিট অভিনেত্রী। বলিউডেও প্রবেশ ঘটেছে তার। জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে ফুলে-ফেঁপে উঠছে তার ভাঁড়ার। বর্তমানে দক্ষিণী অভিনেত্রীদের মধ্যে থেকে সবথেকে বেশি পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রী হিসেবে গণ্য করা হয় তাকে।

বর্তমানে এক একটি ছবিতে অভিনয় করতে তিনি ৩-৪ কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। তবে সদ্য মুক্তিপ্রাপ্ত ব্লকবাস্টার হিট ‘পুষ্পা’ ছবির জন্য তিনি ৮-১০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন বলে জানা যাচ্ছে।মাত্র ৪ বছরের মধ্যেই কোটি কোটি টাকার সম্পত্তি পেয়ে গিয়েছেন তিনি। বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ প্রায় ৩০ কোটি টাকা। তার কাছে রয়েছে একাধিক বিলাসবহুল বাড়ি এবং বিলাসবহুল গাড়ি। ব্যাঙ্গালোরে তার নামে একটি বাড়ি আছে। এছাড়া গোয়াতেও তার নামে ১ কোটি টাকা মূল্যের একটি বাড়ি আছে। ব্যস্ততম শুটিংয়ের ফাঁকে অবসর কাটাতে গোয়ার বাড়িতে মাঝে মাঝেই হাজির হন অভিনেত্রী।
ইনস্টাগ্রামে গোয়ার বাড়ির বিভিন্ন ছবি শেয়ার করে থাকেন তিনি। এছাড়াও তার কাছে বেশ কিছু দামি সিরিজের গাড়িও রয়েছে। যেমন মার্সিডিস বেঞ্জ ক্লাস সি, আউদি, ইনোভা থেকে হুন্দাই ক্রেটার। শুধু অভিনয় থেকে নয়, তার উপার্জনের একটা বড় অংশ আসে কোটি কোটি টাকার বিজ্ঞাপনের অফার থেকে। এ পর্যন্ত মোট ১১টি ছবিতে অভিনয় করে ফেলেছেন রশ্মিকা। বলিউডের আসন্ন ‘মিশন মজনু’ ছবিতে সিদ্ধার্থ মালহোত্রার বিপরীতে অভিনয় করতে চলেছেন তিনি।



