খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে গো-খাদ্যের আড়ালে অভিনব কৌশলে বিপুল পরিমাণে অবৈধ মাদক দেশীয় চোলাইমদ পরিবহনকালে মিনি ট্রাকসহ দু’জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিহ। আজ শনিবার (২৭ জানুয়ারী) সদর থানাধীন ০৩ নং গোলাবাড়ি ইউপি, ০২ নং ওয়ার্ডস্থ “ঢাকা হায়দার মটরস” নামীয় দোকানের দক্ষিণ পাশে খাগড়াছড়ি থেকে চট্টগ্রামগামী মহাসড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়।

আটককৃতরা হলেন-মোঃ মোবারক হোসেন (৪৪) ও মোঃ নাসির উদ্দিন (৪০)। তাদের বাড়ি দীঘিনালা থানাধীন কুমিল্লাটিলা এলাকায়।

খাগড়াছড়ি জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মুক্তা ধর, পিপিএম (বার) মহোদয় খাগড়াছড়ি জেলায় যোগদানের পর থেকে পুলিশ সুপার মুক্তা ধরের সার্বিক দিক-নির্দেশনায় এবং দক্ষ নেতৃত্বে জেলা পুলিশের প্রতিটি ইউনিট অবৈধ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে একযোগে কাজ করে যাচ্ছে।

পুলিশ সুপার মুক্তা ধর জানান, খাগড়াছড়ি থেকে চট্টগ্রামগামী মহাসড়ক থেকে অভিযান পরিচালনা করে গবাদি পশুর খাদ্যের বস্তার আড়ালে অভিনব কৌশলে ২৬ টি তেলের ড্রামে বিশেষ কায়দায় প্রতিটি ড্রামে ৪০ লিটার করে সর্বমোট এক হাজার চল্লিশ লিটার দেশীয় চোলাইমদ পরিবহনকালে তাদের আটক করা হয়।

জব্দকৃত অবৈধ দেশীয় চোলাইমদ পরিবহনে ব্যবহৃত মিনি ট্রাক এবং গ্রেফতারকৃত ব্যাক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে ধৃত আসামীদ্বয়কে বিজ্ঞ সোপর্দ করা হয়েছে।

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে গো-খাদ্যের আড়ালে অভিনব কৌশলে বিপুল পরিমাণে অবৈধ মাদক দেশীয় চোলাইমদ পরিবহনকালে মিনি ট্রাকসহ দু’জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিহ। আজ শনিবার (২৭ জানুয়ারী) সদর থানাধীন ০৩ নং গোলাবাড়ি ইউপি, ০২ নং ওয়ার্ডস্থ “ঢাকা হায়দার মটরস” নামীয় দোকানের দক্ষিণ পাশে খাগড়াছড়ি থেকে চট্টগ্রামগামী মহাসড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়।

আটককৃতরা হলেন-মোঃ মোবারক হোসেন (৪৪) ও মোঃ নাসির উদ্দিন (৪০)। তাদের বাড়ি দীঘিনালা থানাধীন কুমিল্লাটিলা এলাকায়।

খাগড়াছড়ি জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মুক্তা ধর, পিপিএম (বার) মহোদয় খাগড়াছড়ি জেলায় যোগদানের পর থেকে পুলিশ সুপার মুক্তা ধরের সার্বিক দিক-নির্দেশনায় এবং দক্ষ নেতৃত্বে জেলা পুলিশের প্রতিটি ইউনিট অবৈধ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে একযোগে কাজ করে যাচ্ছে।

পুলিশ সুপার মুক্তা ধর জানান, খাগড়াছড়ি থেকে চট্টগ্রামগামী মহাসড়ক থেকে অভিযান পরিচালনা করে গবাদি পশুর খাদ্যের বস্তার আড়ালে অভিনব কৌশলে ২৬ টি তেলের ড্রামে বিশেষ কায়দায় প্রতিটি ড্রামে ৪০ লিটার করে সর্বমোট এক হাজার চল্লিশ লিটার দেশীয় চোলাইমদ পরিবহনকালে তাদের আটক করা হয়।

জব্দকৃত অবৈধ দেশীয় চোলাইমদ পরিবহনে ব্যবহৃত মিনি ট্রাক এবং গ্রেফতারকৃত ব্যাক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে ধৃত আসামীদ্বয়কে বিজ্ঞ সোপর্দ করা হয়েছে।