কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় কোতয়ালী মডেল থানা কর্তৃক ৫০ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।আজ শুক্রবার (২৬ জানুয়ারী)সকাল সাড়ে ৯টায় কোতয়ালী মডেল থানাধীন ০৪নং আমড়াতলী ইউপিধীন আমড়াতলী সাকিনস্থ কাইয়া পুকুরের পূর্ব দক্ষিণ কোনের নাজিম উদ্দিনের বাড়ির সামনে রাস্তার উপর হতে গাঁজা ব্যবসায়ীকে আলামতসহ গ্রেফতার করা হয়।
কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ দি ক্রাইমকে জানান, এসআই ছালাউদ্দিন ও সঙ্গীয় ফোর্স সহ কোতয়ালী মডেল থানা এলাকায় রাত্রীকালীন মাদকদ্রব্য উদ্ধার ও গ্রেফতারী পরোয়ানা তামিল ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন ০৪নং আমড়াতলী ইউপিধীন আমড়াতলী সাকিনস্থ কাইয়া পুকুরের পূর্ব দক্ষিণ কোনের নাজিম উদ্দিনের বাড়ির সামনে রাস্তার উপর হতে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ বিল্লাল হোসেন(৩১), পিতা-মৃত আলী আকবর, মাতা-সাফিয়া খাতুন ,স্থায়ী: গ্রাম- বড়জালা (মন্টু মিয়ার বাড়ি, পোঃ বামইল ) , উপজেলা/থানা- কুমিল্লা কোতয়ালী, জেলা -কুমিল্লাকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় কোতয়ালী মডেল থানার ,এফআইআর নং-৬৬ তারিখ-২৫/০১/ ২০২৪; ধারা-৩৬(১) সারণির ১৯(গ)/৩৮ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; তে মামলা রুজু করা হয়।




