আন্তর্জাতিক ডেস্ক: ইসলামাবাদে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূতের পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে) সফরে ভারত তীব্র ক্ষোভ প্রকাশ করেছে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ওই বিষয়ে বিবৃতি দেয়া হয়েছে।
পাকিস্তানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত জেন ম্যারিয়ট গত ১০ জানুয়ারি পাক অধিকৃত কাশ্মীরের মিরপুর সফর করেন এবং ব্যবসায়ী, স্থানীয় কমিউনিটির সদস্য এবং সরকারি কর্মকর্তাদের সঙ্গে বেশ কয়েকটি বৈঠক করেন।খবর হিন্দস্তান টাইমসের।
রিটিশ রাষ্ট্রদূত জেন ম্যারিয়ট সম্প্রতি পাকিস্তান অধিকৃত কাশ্মীর সফর করায় শনিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে বলা হয়েছে, দেশের সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতায় ‘হস্তক্ষেপ’ করাকে ‘আপত্তিজনক’ বলে মনে করা হচ্ছে।
বিবৃতিতে এটাও বলা হয়েছে যে, ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কাটরা এই বিষয়ে ক্ষোভ জানিয়েছেন ভারতে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূতের কাছে।
ওই ইস্যুতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর এবং লাদাখ সর্বদা ভারতের অবিচ্ছেদ্য অংশ থাকবে। ইসলামাবাদের ব্রিটিশ রাষ্ট্রদূত এবং দূতাবাসের কর্মকর্তাদের পাকিস্তানের অধিকৃত কাশ্মীরে যাওয়াকে গুরুত্বের সঙ্গে দেখছে ভারত এবং এই বিষয়ে তীব্র আপত্তি জানাচ্ছে। ভারতের সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতায় এ ধরণের হস্তক্ষেপ সমর্থনযোগ্য নয়।
উল্লেখ্য, ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সম্প্রতি ব্রিটেন সফর করেছেন। এটি ছিল গত ২২ বছর পর ব্রিটেনে ভারতের কোনো প্রতিরক্ষামন্ত্রীর সফর। সেখানে তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে সাক্ষাৎ করে তার সঙ্গে বৈঠক করেন। গত বুধবার তারা দ্বিপক্ষীয় প্রতিরক্ষা ও অর্থনৈতিক সম্পর্কের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
পাকিস্তান অধিকৃত কাশ্মীরে যাওয়া নিয়ে অবশ্য বিতর্ক এই প্রথম নয়। এর আগেও অনেক বিদেশি প্রতিনিধি ওই এলাকা পরিদর্শন করেছেন।
সম্প্রতি ভারতীয় সংসদের নিম্নকক্ষ লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, পাকিস্তান অধিকৃত কাশ্মীর আসলে আমাদের। একইসঙ্গে তিনি বলেন, পাকিস্তান অধিকৃত কাশ্মীরের জন্য জম্মু-কাশ্মীর বিধানসভায় ২৪টি আসন আমরা সংরক্ষিত রেখেছি। কারণ, ওটা আমাদের জায়গা।
উল্লেখ্য, গত অক্টোবরে পাকিস্তানে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডোনাল্ড ব্লোম গিলগিট-বালটিস্তানে সফরে যাওয়ার পর নিজেদের আপত্তির কথা জানিয়েছিল ভারত। বিশ্বের কাছে ভারতের সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান জানানোর আহ্বান জানিয়েছিল নয়াদিল্লি।




