নিজস্ব প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) ঘড়ি মার্কার সমর্থনে আজ সোমবার (০১ জানুয়ারি) চকরিয়া উপজেলা আওয়ামী ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে সৈয়দ মুহাম্মদ ইবরাহিম (বীরপ্রতীক) বিজয়ী করতে লিফলেট বিতরণ করেছে।
সোমবার দুপুরে চকরিয়া পৌরসভা এলাকায় লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নেন, চকরিয়া পৌর মেয়র আলমগীর চৌধুরী, পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন দাস, কেন্দ্রীয় হরি মন্দিরের সভাপতি প্রদীপ দাশ, পৌরসভা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি সুজিত দাশ, মিল্টন কিশোর দাশ সহ স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ।
আগামী ৭ জানুয়ারি সংসদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনকে উৎসব মুখর করতে সারাদিন ঘড়ি মার্কায় ভোট দিয়ে সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীককে বিজয়ী করার আহ্বান জানিয়ে প্রচারপত্র বিতরণসহ গণসংযোগের কর্মসূচি পালন করছে অসংখ্য নেতাকর্মী।
এ সময় আওয়ামী ও অঙ্গসংগঠনের নেতারা আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উৎসব মুখর পরিবেশে ভোট প্রদান করে অপশাসন, দখলবাজী থেকে মুক্ত করার জন্য চকরিয়া-পেকুয়া বাসীর প্রতি আহ্বান জানান। পাশাপাশি উপস্থিত নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন ভোট বর্জনকারীদের প্রত্যখান করবে এবারের ভোটাররা।




