নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৫ আসন থেকে স্বতন্ত্র সদস্যপদে প্রার্থী আব্দুল মোতালেব সিআইপি বলেছেন, তিনি নির্বাচিত হলে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের পাশে থাকবেন। তিনি নির্বাচিত হলে মুক্তিযুদ্ধের চেতনায় লোহাগাড়া- সাতকানিয়াকে সমৃদ্ধির পথে এগিয়ে নেবেন। মুক্তিযুদ্ধের চেতনায় সৃষ্টির সেবার পথ ধরে এগিয়ে যেতে চান বলে উল্লেখ করেন তিনি।
আজ রবিবার (৩১ ডিসেম্বর) দুপুরে লোহাগাড়ায় মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য-সদস্যাদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন ঈগল প্রতীক নিয়ে প্রার্থী আব্দুল মোতালেব সিআইপি। উপজেলা সদরের এক কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত
মতবিনিময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধকালীন গ্রুপ কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান চৌধুরী।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগ সভাপতি খোরশেদ আলম চৌধুরী, সাধারণ সম্পাদক সালাহ উদ্দীন হিরু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, বীরমুক্তিযোদ্ধা এরশাদুল হক ভেট্টু, বীরমুক্তিযোদ্ধা রফিক দিদার, বীরমুক্তিযোদ্ধা দেলোয়ার হোছাইন, বীরমুক্তিযোদ্ধা মাহমুদুল হক প্রমুখ।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম।
প্রার্থী আব্দুল মোতালেব সিআইপি আরো বলেন, লোহাগাড়া-সাতকানিয়ার মানুষকে নি:স্বার্থ সেবার দেয়ার মানসিকতা নিয়ে আসন্ন সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া- সাতকানিয়া) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।
তিনি আরো বলেন, সমৃদ্ধ সাতকানিয়া- লোহাগাড়া গড়তে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সাথে থাকবেন বলে দৃঢ়ভাবে উল্লেক করেন।
স্বতন্ত্র প্রার্থী মোতালেব বলেন, নির্বাচিত হলে সিন্ডিকেট ভাঙবেন। কোন রকমের সন্ত্রাসী-চাঁদাবাজকে প্রশ্রয় দেয়া হবে না বলে দৃঢ়ভাবে উল্লেখ করেন।
তিনি বলেন, নিজেকে কখনো একা মনে করেননি। উদারতা, কর্ম এবং সঙ্ঘবদ্ধতার মাধ্যমে যেকোন প্রতিকূলতা জয় করা সম্ভব। আসন্ন সংসদ নির্বাচনে ঈগল প্রতীকে ভোট দেয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধকালীন গ্রুপ কমান্ডার বীরমুক্তিযোদ্ধা তপন দাশ, বীরমুক্তিযোদ্ধা জসীম উদ্দিন, ইউনিয়ন কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আব্দুশ শুক্কুর, বীরমুক্তিযোদ্ধা আব্দ রশিদসহ উপজেলার প্রায় সব মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য-সদস্যা এবং স্থানীয় আওয়ামীলীগ অঙ্গ ও সহেযাগী সংগঠনের নেতৃবৃন্দ।



