আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার সোভিয়েত যুগের একটি বিমান ৩৪ জন যাত্রী ও চার ক্রু নিয়ে রানওয়ে ভেবে ভুল করে বরফজমা নদীতে অবতরণ করেছে।

তবে এতে কোনও হতাহতের ঘটনা না ঘটায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন আরোহীরা। খবর বিবিসির।

দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, পাইলটের ভুলের কারণেই জাইরিয়াঙ্কা বিমানবন্দর থেকে কিছুটা দূরের বরফজমা কোলাইমা নদীতে গত বৃহস্পতিবার (২৮ ডিসেম্বার) সকালে অবতরণ করে পোলার এয়ারলাইন্সের এন-২৪ মডেলের ওই বিমানটি।

বিমানটি ইয়াকুতসুক থেকে যাত্রা করে উত্তর-পূর্বাঞ্চলে ১১০০ কিলোমিটার দূরের জাইরিয়াঙ্কায় যাচ্ছিল এবং ফিরে আসার আগে সেটির ছোট্ট আরেক শহরে যাওয়ার কথা ছিল।

বিমানের যাত্রীদের একজনের ভিডিও থেকে দেখা গেছে, সাইবেরিয়ার পূর্বাঞ্চলে বরফজমা কোলাইমা নদীর প্রায় মাঝখানে রয়েছে বিমানটি। বছরের এই সময়ে জাইরিয়াঙ্কায় তাপমাত্রা মাইনাস ৪০ ডিগ্রি সেলসিয়াস থাকে।

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার সোভিয়েত যুগের একটি বিমান ৩৪ জন যাত্রী ও চার ক্রু নিয়ে রানওয়ে ভেবে ভুল করে বরফজমা নদীতে অবতরণ করেছে।

তবে এতে কোনও হতাহতের ঘটনা না ঘটায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন আরোহীরা। খবর বিবিসির।

দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, পাইলটের ভুলের কারণেই জাইরিয়াঙ্কা বিমানবন্দর থেকে কিছুটা দূরের বরফজমা কোলাইমা নদীতে গত বৃহস্পতিবার (২৮ ডিসেম্বার) সকালে অবতরণ করে পোলার এয়ারলাইন্সের এন-২৪ মডেলের ওই বিমানটি।

বিমানটি ইয়াকুতসুক থেকে যাত্রা করে উত্তর-পূর্বাঞ্চলে ১১০০ কিলোমিটার দূরের জাইরিয়াঙ্কায় যাচ্ছিল এবং ফিরে আসার আগে সেটির ছোট্ট আরেক শহরে যাওয়ার কথা ছিল।

বিমানের যাত্রীদের একজনের ভিডিও থেকে দেখা গেছে, সাইবেরিয়ার পূর্বাঞ্চলে বরফজমা কোলাইমা নদীর প্রায় মাঝখানে রয়েছে বিমানটি। বছরের এই সময়ে জাইরিয়াঙ্কায় তাপমাত্রা মাইনাস ৪০ ডিগ্রি সেলসিয়াস থাকে।