বিনোদন ডেস্ক: করোনার নতুন ঢেউ বলিউড-টালিউডের মতো ঢালিউড তারকাদেরও রীতিমতো কাবু করে ফেলেছে। এরইমধ্যে বেশ কয়েকজন তারকা করোনা আক্রান্ত হয়েছেন।
বর্তমানে অভিনেতা তুষার খান এবং নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী শাবনাজ করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। তবে তাদের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল রয়েছে। শাবনাজের স্বামী অভিনেতা নাঈম বলেন, ‘হাসপাতালে ভর্তি করা হয়েছে শাবনাজকে। তার শারীরিক অবস্থা ভালো। অক্সিজেন লেভেলও স্বাভাবিক।’ এছাড়া কারোনা আক্রান্তের তালিকায় রয়েছেন চিত্রনায়িকা পূর্ণিমা, নির্মাতা অমিতাভ রেজা ও কণ্ঠশিল্পী ন্যান্সি।
অন্যদিকে বিদ্যা সিনহা মিমের বিয়েতে অংশ নিয়ে করোনায় আক্রান্ত হন একঝাঁক তারকা। গতমাসে রাজধানীর একটি হোটেলে বিয়ের অনুষ্ঠান আয়োজন করেন মিম। এতে অংশ নেন শোবিজ অঙ্গনের অনেক তারকা। অনুষ্ঠানের পর একে একে আক্রান্তের খবর এসেছে। সেই দলে রয়েছেন অভিনেত্রী ফারিয়া শাহরিন, অভিনতো সজল, নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ ও তার স্ত্রীসহ অনেকে। এর বাইরে ক’দিন আগেই করোনা মুক্ত হয়েছেন অস্ট্রেলিয়া প্রবাসী জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। তবে করোনা মুক্ত হলেও এখনো সেই ধকল কাটিয়ে উঠতে পারেননি বলে জানিয়েছেন এই অভিনেত্রী।কলকাতায় অবস্থান করা অভিনেত্রী মিথিলাও চলতি মাসে করোনার কবলে পড়েন। স্বামী সৃজিত মুখোপাধ্যায় ও মেয়ে আইরা তেহরীম খানের পর করোনায় আক্রান্ত হন মিথিলা। বিষয়টি মিথিলা নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেন। চলতি বছরের প্রথমদিনই করোনায় আক্রান্ত হওয়ার খবর দেন মিথিলার স্বামী নির্মাতা সৃজিত মুখার্জি। এরপর ৫ জানুয়ারি মিথিলা-তাহসানের কন্যা আইরা তেহরীম খানেরও পজিটিভ আসে। এর ৮ জানুয়ারি নিজের করোনা আক্রান্তের কথা জানান মিথিলা।
এদিকে দেশের তারকাদের একের পর এক করোনা আক্রান্তের খবরের মাঝেই আগামী ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে শিল্পীদের দুটি নির্বাচন। চলচ্চিত্র শিল্পী সমিতি এবং অভিনয় শিল্পী সংঘের এই নির্বাচন ঘিরে এরইমধ্যে অনেকেই আশঙ্কা প্রকাশ করছেন করোনা সংক্রমণ বৃদ্ধির।
Post Views: 525