ক্রাইম প্রতিবেদক: যশোর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক পৃথক অভিযানে ৩০১ বোতল ফেনসিডিল, ৫২৫ গ্রাম গাঁজা ও নগদ ৮৫ হাজার টাকাসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আজ সোমবার (২৪ জানুয়ারি) রাত ২টায় এসআই শফি আহমেদ রিয়েল, এসআই রইচ আহমেদ, এএসআই আজাহারুল ইসলামগণের সমন্বয়ে গঠিত একটা চৌকস টিম বেনাপোল পোর্ট থানা এলাকায় অভিযান পরিচালনা করে বেনাপোল পোর্ট থানাধীন দক্ষিণ বারোপোতা সাকিনস্থ পাপড়াতলা চার রাস্তার মোড়ে পাঁকা রাস্তার উপর হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী আলম হোসেন (৩০), কে ২৫০ বোতল ফেনসিডিল উদ্ধারসহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ৫ লক্ষ টাকা।

পৃথক অভিযানে এসআই আরিফুল ইসলাম, এসআই রাজেশ কুমার দাশ, এএসআই নির্মল কুমার ঘোষগণের সমন্বয়ে গঠিত একটা চৌকস টিম শার্শা থানা এলাকায় অভিযান পরিচালনা করে শার্শা থানাধীন গোপীনাথপুর সাকিনস্থ কাশিপুর বাজার টু পাকশিয়া বাজারগামী রোডে বটতলা নামক স্থানে পাঁকা রাস্তার উপর হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী আব্দুল অহেদ (৫২), স্বপন হোসেন (৩৩)কে ৫১ বোতল ফেনসিডিল উদ্ধারসহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ১লক্ষ,২ হাজার টাকা।
পৃথক আর এক অভিযানে এসআই মফিজুল ইসলাম, পিপিএম, এএসআই গৌরাঙ্গ কুমার মন্ডল, এএসআই আমিরুল ইসলামগণের সমন্বয়ে গঠিত একটা চৌকস টিম কোতোয়ালি মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে কোতোয়ালি মডেল থানাধীন চাচঁড়া ডালমিল সাকিনস্থ যশোর শহর থেকে চাচঁড়াগামী রাজা বরদাকান্ত রাস্তার চোরমারা দিঘীর দক্ষিণ পাশে জনৈক নূরে আলম প্রকাশ বাবুর চায়ের দোকানের সামনে হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী চিত্ত রঞ্জন বিশ্বাস (৬০)কে ৫২৫ গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রয়ের নগদ ৮৫হাজার টাকা উদ্ধারসহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ১৫ হাজার টাকা। আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এ সংক্রান্তে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।
Post Views: 325



