রাউজান প্রতিনিধি: গাউসুল আজম হযরত সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভান্ডারী (ক:) এর পবিত্র বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে চট্টগ্রামের রাউজানে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা করা হয়েছে।
শুক্রবার (২১ জানুয়ারি) সকাল থেকে মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের ঊনসত্তর পাড়া শাখার উদ্যোগে এই কার্যক্রম পরিচালনা করা হয়।
এ সময় মুসলিম-হিন্দু ধর্মে নারী-পুরুষ ও শিক্ষার্থীরা বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা করেন।
রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা সেবা প্রদানে সহযোগিতা করেন রাউজান ব্লাড ব্যাংকের মো. নরুল ইসলাম নাহিদ, বাবু সুব্রত দত্ত, মো. নাঈম উদ্দিন, বাবু উত্তম রায়, শহিদ উদ্দিন, রিমন, বিজয় মাহজন, শাহীন আকতার, অপির্তা দাশ, গাউসিয়া হক কমিটি ঊনসত্তর পাড়া শাখার সদস্য হেলাল উদ্দিন, আবু তাহের প্রমূখ।
Post Views: 722



