নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মোঃ ইলিয়াস (৫৫) ওরফে কানা ইলিয়াস নামে ১জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৩ আগস্ট বুধবার লোহাগাড়া উপজেলার পদুয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি অত্র এলাকার খন্দকার পাড়ার বাসিন্দা।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ রাশেদুল ইসলাম জানান, ২০১৫ সালে লোহাগাড়া থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয় ইলিয়াসের বিরুদ্ধে। উক্ত মামলায় ইলিয়াসের বিরুদ্ধে আনীত অভিযোগ যথাযথভাবে প্রমাণিত হওয়ায়, আদালত তাকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দেয়। গ্রেফতার এড়াতে ইলিয়াস দীর্ঘদিন থেকে আত্মগোপনে ছিলেন।
Post Views: 225




