নগর প্রতিবেদক: সিএমপি’র সদরঘাট থানার অভিযানে ১০০০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ দু’ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গতকাল রোববার (১৬ জুলাই) নগরের সদরঘাট থানাধীন স্ট্যান্ড রোডস্থ কর্ণফুলী শিপ বিল্ডার্স ঘাটের প্রবেশ মুখে পাকা রাস্তার উপর হ’তে তাদের গ্রেফতার করা হয়।
আটককৃতরা হলেন-মোহাম্মদ আরমান হোসেন ও মোঃ মনির হোসেন।
সদরঘাট পুলিশ দি ক্রাইমকে জানান, সিএমপি সদরঘাট থানার এসআই মোহাম্মদ আমির হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ নগরীর সদরঘাট থানাধীন স্ট্যান্ড রোডস্থ কর্ণফুলী শিপ বিল্ডার্স ঘাটের প্রবেশ মুখে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১০০০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ ও ১টি মিনি ট্রাকসহ মোহাম্মদ আরমান হোসেন ও মোঃ মনির হোসেনকে আটক করেন।
আটককৃতদের বিরুদ্ধে সিএমপির সদরঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে পুলিশ বাদি হয়ে মামলা রুজু করা হয়।
Post Views: 241




