নিজস্ব প্রতিবেদক: যশোর জেলার মনিরামপুরে খেদাপাড়া থেকে অবৈধ অস্ত্রগুলি ও মাদকদ্রব্যসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।আজ শুক্রবার (০৭ জুলাই)মনিরামপুর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মনিরামপুর থানাধীন উত্তর খেদাপাদা সাকিনের জনৈক আবু সিনহা’র বসতবাড়ীতে অভিযান পরিচালনা করে আবু সিনহার বসতঘরের কক্ষ থেকে অবৈধ অস্ত্রগুলি ও মাদকদ্রব্যসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন-আবু সিনহা (৪২), মোঃ হাফিজুর রহমান (৩২) ও মোঃ মাহাবুর রহমান (২৫)।
পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার দি ক্রাইমকে জানান, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ রুপন কুমার সরকার এর তত্ত্বাবধানে এসআই শাহিনুর রহমান এর নেতৃত্বে এএসআই আমিরুল, কামরুল ও ফোর্সসহ একটি চৌকশ টিম মনিরামপুর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন তথ্যের ভিতিত্তে মনিরামপুর থানাধীন উত্তর খেদাপাদা সাকিনে জনৈক আবু সিনহা এর বসতবাড়ীতে অভিযান পরিচালনা করে আবু সিনহার বসতঘরের কক্ষ থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র ১টি পিস্তল, ২ রাউন্ড গুলি এবং ৫০ পিচ ইয়াবা টেবলেটসহ ৩ জনকে হাতে নাতে ধৃত করেন।
অবৈধ অস্ত্রগুলি ও মাদকদ্রব্য ইয়াবা উদ্ধার সংক্রান্তে এসআই শাহিনুর রহমান বাদী হয়ে মনিরামপুর থানায় পৃথক ২টি এজাহার দায়ের করলে মনিরামপুর থানার মামলা নং ১৩ ও ১৪ তাং-০৭/০৭/২০২৩ ইং অস্ত্র আইন ও মাদকদ্রব্য আইনে পৃথক ২টি মামলা রুজু হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ গোপনে অবৈধ অস্ত্রগুলি ও মাদকদ্রব্য ক্রয় ও বিক্রয় করে আসছে।




