প্রেস বিজ্ঞপ্তি: বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) গোয়েন্দা শাখার অভিযানে দেড় কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গতকাল শুক্রবার (২৩ জুন)রাতে কোতয়ালী মডেল থানাধীন বিসিসি ২২নং ওয়ার্ডস্থ নবগ্রাম রোড ঈদগাহ লেন’র আফিফা ম্যানসন বিল্ডিং এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন গাঁজা ব্যবসায়ীকে ধৃত করা হয়।
গাঁজা ব্যবসায়ীর নাম মোঃ আলমগীর হোসেন (৩১) পিতাঃ আব্দুল মতিন মাতাঃ জাহানারা বেগম সাং ডুমুরিয়া, ভাগিরাবাডী, ০৯ নং কড়াইয়া ইউপি, কচুয়া, চাঁদপুর। এ/পি-জনৈক হাবিবুর রহমানের বাড়ীর ভাড়াটিয়া, নবগ্রাম রোড়, বিসিসি ২২নং ওয়ার্ড, থানা- কোতয়ালী মডেল, বিএমপি বরিশাল।
ধৃত অভিযুক্তের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Post Views: 315



