নুরুল ইসলাম: বিজ্ঞানী হ্যানিম্যানের জন্মবার্ষিকী ও হোমিওপ্যাথি দিবস উপলক্ষে দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় চিকিৎসক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ১৩মে শনিবার সকাল ১০টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন লোহাগাড়া হোমিওপ্যাথিক পেশাজীবি কল্যাণ পরিষদ সভাপতি আলহাজ¦ ডা. মু. আবেদর রহমান।
উপজেলা বিআরডিবি হলে আয়োজিত এ চিকিৎসক সমাবেশ ও আলোচনা সভার উদ্বোধক ছিলেন, বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল এসোসিয়েশন চট্টগ্রামের উপদেষ্ঠা অধ্যক্ষ আলহাজ¦ ডা. আব্দুল করিম। প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া ইউএনও শরীফ উল্যাহ, প্রধান আলোচক ছিলেন মাসিক হোমিও চেতনা পত্রিকার সম্পাদক ডা. সালেহ আহমদ সুলেমান।
সভার বিশেষ অতিথি ছিলেন বিএইচএমএ চট্টগ্রাম জেলা সভাপতি এড. ডা. মুহাম্মদ ছমি উদ্দীন ও সাধারণ সম্পাদক ডা. শমশু উদ্দীন। সভায় স্বাগত বক্তব্য রাখেন, লোহাগাড়া হোমিও রিসার্চ সেন্টারের পরিচালক ডা. মু. জামাল উদ্দীন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন লোহাগাড়া প্রেসক্লাব সভাপতি বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ও ডা. মিজানুর রহমান। লোহাগাড়া হোমিওপ্যাথিক পেশাজীবি কল্যাণ পরিষদ সেক্রেটারী ডাঃ আকতার আহমদের সঞ্চালনায় সভায় প্রবন্ধ পাঠ করেন অধ্যাপক ডা. আবু তাহের।
হোমিওপ্যাথিক চিকিৎসক সমাবেশ ও আলোচনা সভায় বক্তারা বলেন, চিকিৎসা বিজ্ঞানী ডা. হ্যানিম্যান আর্তপীড়িত মানুষের হৃদয়ে অমর হয়ে থাকবেন। বক্তারা বলেন, জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন শাখার যতই অগ্রগতি সাধিত হচ্ছে, ততই প্রমাণিত হচ্ছে হোমিওপ্যাথিক চিকিৎসাবিজ্ঞানের যথার্থতা।
ফ্রান্সের জগতবিখ্যাত চিকিৎসক টু-সোর’এর উদ্ধৃতি দিয়ে বক্তারা বলেন, হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতি বর্তমানকালে যাবতীয় আরোগ্যব্যাধির সম্রাট। সভায় সংবাদকর্মীসহ উপজেলার বিভিন্ন এলাকার হোমিও চিকিৎসক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।



