নুুরুল ইসলাম:দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় ডায়রিয়া ও ভাইরাস জ্বরের প্রাদুর্ভাব শুরু হয়েছে। গত ৩ থেকে ৯মে পর্যন্ত ১২৮ জন ডায়রিয়া রোগী ভর্তি হয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।এ ছাড়াও অনেকেই ব্যবস্থাপত্র নিয়ে ফিরেছে ঘরে। ভাইরাস জ্বরে আক্রান্ত রোগীরাও আসছে চিকিৎসাসেবার জন্য। অত্র স্বাস্থ্যকপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ইশতিয়াকুর রহমান এসব তথ্য জানান। তাছাড়াও উপজেলার প্রায়সব বেসরকারী হসাপাতালেও ডায়রিয়া রোগী ও ভাইরাস জ্বরে আক্রান্তরা আসছে চিকিৎসাসেবার জন্য। এর মধ্যে প্রয়োজনে অনেকেই ভর্তি হচ্ছে হাসপাতালে আবার কেউবা ব্যবস্থাপত্র নিয়ে ফিরছে। লোহাগাড়ায় বেসরকারী হাসপাতাল রয়েছে অন্তত ৮টি।
লোহাগাড়ার বিভিন্ন ইউনিয়ন হতে ডায়রিয়া ও ভাইরাস জ্বরে আক্রান্তরা চিকিৎসাসেবার জন্য আসছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ এলাকার বেসরকারী হাসপাতালে। পাশাপাশি পল্লী চিকিৎসকদের নিকটও অনেক রোগী চিকিৎসাসেবা গ্রহণ করছে। বেসরকারী এক হাসপাতালের ব্যবস্থাপক জানান, অত্র হাসপাতালে দৈনিক ১০-১২ জন রোগী আসছে চিকিৎসার জন্য। এলকার প্রায়সব বেসরকারী হাসপাতালে ডায়রিয়া ও ভাইরাস জ্বরে আক্রন্তরা আসছে। এর মধ্যে কেউ ভর্তি হচ্ছে চিকিৎসার জন্য, আবার কেউ বা ঘরে ফিরছে ব্যবস্থাপত্র নিয়ে। রোগীদের মধ্যে শিশু ও বয়স্ক সংখ্য বেশি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো: হানিফ জানান প্রচন্ড গরমে এসব রোগ হচ্ছে পরিবেশগতভাবে। অর্থাৎ দূষিত পানি এবং বাসি খাবারই এসব রোগের কারণ। অভিজ্ঞমহলের মতে ভূগর্ভের পানির স্থর নিচে নেমে গেছে। অধিকাংশ অগভীর নলকুপে পানীয়জল পাওয়া যাচ্ছে না। নিত্য ব্যবহারের পুকুরের পানিও দূষিত হয়ে পড়েছে।



