সিটি প্রতিবেদক: সিএমপি পাহাড়তলী থানার অভিযানে জোড়া খুনের ঘটনায় আটক ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল (সোমবার ০৮ মে) সন্ধ্যায় পাহাড়তলী থানা এলাকার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে অপরাধীদে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- আব্দুর রহিম, বিপ্লব মল্লিক প্রঃ মোঃ বিপ্লব, রবিউল ইসলাম, রায়হান উদ্দিন, মোঃ শামীম, সাগর দাশ, রবিউল হাসান হৃদয় ও মোঃ ইলিয়াছ মিঠু।
পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ দি ক্রাইমকে বলেন, গতকাল সন্ধ্যায় নগরীর পাহাড়তলী থানাধীন জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামের গেটের সামনে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে জনৈক সিরাজুল ইসলাম শিহাবের সাথে তার পূর্ব পরিচিত রবিউল ইসলামের কথা কাটাকাটি হয়।কথা কাটাকাটির জেরে বিটাক মোড়ে তাদের মধ্যে সামান্য হাতাহাতির ঘটনা ঘটে। এ বিষয় নিয়ে পরবর্তীতে রাতে নিজেদের মধ্যে মীমাংসার জন্য সবাই পাহাড়তলী থানাধীন বিটাক গলিতে দাঁড়িয়ে কথা বলা অবস্থায় হঠাৎ করে পিছন থেকে কয়েকজন মাসুম ও সজীবকে ছুরিকাঘাত করে।
ইংরেজী ভার্সনে পড়ুনঃ https://thecrimebd.net/english/news/6735/
তিনি বলেন, ছুরিকাঘাতে তারা গুরুতর আহত হলে তাদেরকে লোকজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আহত মাসুম ও সজীবকে মৃত ঘোষণা করেন।পরবর্তীতে ভিকটিম মোঃ মাসুম এর ভাই মনির হোসেন বাদি হয়ে সিএমপি পাহাড়তলী থানায় একটি নিয়মিত মামলা রুজু করেন।
আরো পড়ুনঃ https://thecrimebd.net/news/43207/
মামলার প্রেক্ষিতে পাহাড়তলী থানার একাধিক টিম পাহাড়তলী থানা এলাকার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত আব্দুর রহিম, বিপ্লব মল্লিক প্রঃ মোঃ বিপ্লব, রবিউল ইসলাম, রায়হান উদ্দিন, মোঃ শামীম, সাগর দাশ এবং আইনের সহিত সংঘাতে জড়িত রবিউল হাসান হৃদয়কে গ্রেফতার করেন।
অপরদিকে ডিবি (পশ্চিম) বিভাগ এর সহায়তায় এজাহার নামীয় ১নং বিবাদি মোঃ ইলিয়াছ মিঠুকে গ্রেফতার করা হয়।




