প্রেস বিজ্ঞপ্তি: নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার শীতার্ত দরিদ্র ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে ঢাকা ব্যাংক লিমিটেড। আজ শুক্রবার (০৬ জানুয়ারি) ঢাকা ব্যাংকের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান এ.টি.এম. হায়াতুজ্জামান খান নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার 200 জন মুক্তিযোদ্ধা ও গরিব-দুস্থ মানুষের মাঝে ব্যাংকের পক্ষ থেকে কম্বল বিতরণ করেছেন। 
ঢাকা ব্যাংক লিমিটেড ব্যাংকের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) আওতায় দেশের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে নিয়মিত কম্বল বিতরণ করছে।
ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এমরানুল হক, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ আবু জাফর; একেএম শাহনাওয়াজ;এএমএম মঈন উদ্দিন, আখলাকুর রহমান, মোস্তাক আহমেদ, ঢাকা ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক, এম রেজাউর রহমান, ইভিপি ও প্রধান, মানবসম্পদ বিভাগ; সাহাবুব আলম খান, ইভিপি ও প্রধান আর্থিক কর্মকর্তা; ঢাকা ব্যাংক ফাউন্ডেশনের সিইও আরহাম মাসুদুল হকসহ নারায়ণগঞ্জ এলাকার শাখা ব্যবস্থাপক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




