আনোয়ারা প্রতিনিধি: বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড আগ্রাবাদ শাখার অধীনে “হালিশহর এ ব্লক উপশাখা”ও খাতুনগঞ্জ শাখার অধীনে “কালাবিবি দিঘীর মোড় উপশাখা” ঝাঁকঝমকভাবে উদ্বোধন করা হয়। আজ সোমবার (১৯ ডিসেম্বর) ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো: তাজুল ইসলামের সভাপতিত্বে উপশাখা দুইটি উদ্বোধন করা হয়।
আগ্রাবাদ শাখার কর্মকর্তা শহিদুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন কালাবিবি দিঘীর মোড় উপশাখার ইনচার্জ মোঃ তৌহিদ ও হালিশহর এ ব্লক উপশাখার ইনচার্জ মোঃ আবু হানিফা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান ড. ইঞ্জি. রশিদ আহমেদ চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্ষদ নির্বাহী চেয়ারম্যান হুমায়ুন বখতিয়ার এফসিএ, আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ, ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক -১ কাজী মোঃ রেজাউল করিম, ১০ নং হাইলধর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কলিম উদ্দীন, ০২ নং বারশাত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাইয়ুম শাহ ও হাইলধর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দিদারুল ইসলাম, ইউপি সদস্য মোঃ সেলিম উদ্দীন।
এছাড়াও হালিশহর উপশাখার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন ১১ নং ওয়ার্ড এর কাউন্সিলর অধ্যাপক মোঃ ইসমাইল ও হালিশহর এ- ব্লক সমাজ কল্যাণ পরিষদের সভাপতি অধ্যাপক জসিম উদ্দিন,চট্টগ্রাম অঞ্চলের পর্যবেক্ষক ও ভিপি মোহাম্মদ বেলাল, আগ্রাবাদ শাখার ব্যবস্থাপক ও এসএভিপি আরিফ উদ্দীন, মুরাদপুর শাখা ব্যবস্থাপক সাইফুল ইসলাম, চাক্তাই শাখার ব্যবস্থাপক এস.এম আমির হোছাইন, খাতুনগঞ্জ শাখা ব্যবস্থাপক মহি উদ্দীন, এ কে খান মোড় শাখা ব্যবস্থাপক শামশেদুল আলম ছিদ্দিকী, দেওয়ান বাজার শাখা ব্যবস্থাপক নাজমুল হুদা,দেওয়ান হাট শাখা ব্যবস্থাপক উমা শংকর,পটিয়া শাখার ব্যবস্থাপক কামরুল ইসলাম,মোঃ ইসমাইল হোসেন, মোহাম্মদ সায়েম,আজিম উদ্দীন, সোহেল আহমেদ, ইউসুফ ইকবাল, শুভ্রজিৎl চৌধুরী প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যাংকের সম্মানিত গ্রাহকবৃন্দ। উপশাখা উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি ড. ইঞ্জিনিয়ার রশিদ আহমেদ চৌধুরী ফিতা কেটে উপশাখাগুলো আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।
প্রধান অতিথি ইঞ্জিনিয়ার রশিদ আহমেদ চৌধুরী বলেন, জনগণের টাকা ব্যাংক রক্ষাকারী। ব্যাংক কোন অবস্থাতেই দেউলিয়া হয় না। কিছু মহল বিভিন্নভাবে ষড়যন্ত্রের মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। গুজবে কান দেবেন না। ব্যাংকের প্রতি আস্থা রাখুন।
অনুষ্ঠানের সভাপতি মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, জনগণের দৌড়গোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দেবার জন্য উপ শাখা গুলো উদ্বোধন করা হয়েছে।




