নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার সিভিল সার্জনের উদ্যোগে আজ বুধবার (২৩ নভেম্বর) সকালে বিশ্বব্যাঙ্কের সহযোগিতায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয় এর “হেলথ এন্ড জেন্ডার সাপোর্ট প্রকল্প” এর অধীনে আইওএম কর্তৃক সরবরাহকৃত কক্সবাজার এর দুই দ্বীপ উপজেলা মহেশখালী ও কুতুবদিয়ার জন্য অত্যাধুনিক মেডিকেল যন্ত্রপাতি সুসজ্জিত দুইটি “ওয়াটার এম্বুলেন্স” হস্তান্তর করা হয়।
ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ মহিউদ্দিন মোহাম্মদ আলমগীর এর নেতৃত্বে এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মহেশখালী ডাঃ মাহফুজুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কুতুবদিয়া ডাঃ গোলাম মোস্তফা নাদিম ও সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ ফাহিম আহমাদ ফয়সাল এর সমন্বয়ে একটি টিম এম্বুলেন্স দুইটি পুঙ্খানুপুঙ্খ পরিদর্শন করে আইওএম এর নিকট হতে গ্রহণ করে সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার নিকট হস্তান্তর করেন।

ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ মহিউদ্দিন মোহাম্মদ আলমগীর দি ক্রাইমকে বলেন, এম্বুলেন্স দুইটি চলাচল শুরু করলে দ্বীপবাসীদের রোগী পরিবহনে নতুন দিগন্তের সূচনা হবে বলে জেলা স্বাস্থ্য বিভাগ প্রত্যাশা করে।
Post Views: 307



