নিজস্ব প্রতিবেদক: গাজীপুর জেলার শ্রীপুর থানায় ডাকাতির প্রস্তুতিকালে ২টি কাটার, ২ টি রামদা, ১ টি ছোরা, ও ৫ টি মোবাইলসহ ৫ ডাকাত গ্রেফতার করেছে পুলিশ। আজ সোমবার (২৪ অক্ঠোবর) বিকাল ৫টায় শ্রীপুর থানাধীন রাজেন্দ্রপুর বাজার হইতে ফাউগান বাজার গামী রোডে নোয়াগাও দক্ষিনপাড়া সাকিনস্থ জনৈক সেলিম মিয়ার বাড়ীর পশ্চিমপাশে পাকা রাস্তার উপর হইতে ডাকাতির চেষ্টাকালে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, বাদশা (২৩), মোঃ মোর্শেদ (২৭), মোঃ কাশেম আলী (৩০), ইমন দাস (২৯) ও ফারুক (২৪) ।
গাজীপুর পুলিশ সুপার শফিকুল আলম এর দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম & অপস্) মোহাম্মদ ছানোয়ার হোসেন এর নেতৃত্বে ডিবির অতিরিক্ত পুলিশ সুপার, ওসি ডিবি ও এসআই মিজান, এসআই শহিদসহ সঙ্গীয় অফিসার ফোর্সের অংশগ্রহনে অভিযান পরিচালনা করেন।
আটককৃত৫ ডাকাত গ্রেফতারপূর্বক নিয়মিত মামলা রুজু করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত ডাকাতচক্রের বিরুদ্ধে বিভিন্ন জেলায় একাধিক চুরি ও ডাকাতির মামলা রয়েছে।
Post Views: 320




