প্রেস বিজ্ঞপ্তি: দুস্থ অসহায় নারীদের স্বাবলম্বী করার প্রতিশ্রুতি ও মানবিক কার্যক্রম পরিচালনার প্রত্যয়ে গতকাল(১৪ ডিসেম্বর) সন্ধ্যায় নগরের লালখান বাজারস্থ প্রতিষ্টানের কার্যালয়ে অনষ্টিত হয়েছে আলোকিত ফোরামের অভিষেক অনুষ্ঠান অনুষ্টিত হয়। এতে সভাপতিত্ব করেন আলোকিত ফোরামের প্রেসিডেন্ট নারী সংগঠক সাবরিনা আফরোজ।
সাধারণ সম্পাদক নারী উদ্যোক্তা নিশি আক্তার এর সঞ্চালনায় অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টি বিভাগের সহযোগী অধ্যাপক তাসনিম সুলতানা ।
অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন বিশিষ্ঠ সংগঠক আলোকিত ফোরামের উপদেষ্টা আবু তাহের চৌধুরী ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সমাজ সেবক ও সংগঠক ইলিয়াছ রিপন, বিশিষ্ঠ ব্যাবসায়ী ও সমাজ সেবক সাহাবুদ্দিন , সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ও আবৃত্তিশিল্পী নাহিদা আক্তার নাজু, বিশিষ্ঠ মডেল ও নারী উদ্যেক্তা সাবরিনা সাবা ও সংগীত শিল্পী এস বি সুমি ।
বক্তব্য রাখেন- নারী উদ্যেক্তা নাঈমা আক্তার হিরা,সাংবাদিক রতন বড়ুয়া,সালমা বিনতে ইব্রাহিম,এয়াকুব হাসান, আকতার হোসেন নিজামী, উপস্থাপিকা ও সাংস্কৃতি কর্মী সোমা মুৎসুদ্দি, নাহিদা আকতার নাজু,সুফিয়া বেগম সুমী,মোহাম্মদ শাহাবুদ্দিন,ফারুক হোসাইন ও মোহাম্মদ বাদশা প্রমুখ ।
নতুন কার্যনির্বাহী কমিটি (২০২৭-২০২৮) জন্য আলোকিত ফোরামের প্রেসিডেন্ট মনোনীত হয়েছেন সাবরিনা আফরোজা ও সাধারণ সম্পাদিকা নির্বাচিত হয়েছেন নিশি আক্তার।




