নিজস্ব প্রতিবেদক: ফেনী পুলিশের সাঁড়াশি অভিযানে চট্টগ্রাম আবুল খায়ের রি রোলিং মিল হতে খুলনা মেট্রো-ট-১১-১১১৩ ১৩ নাম্বারের ট্রাক যোগে রড বোঝাই ট্রাক চুরির ঘটনায় ৬ জন চোর ও ট্রাকসহ ১২ টন চোরাই রড উদ্ধার করেছে পুলিশ। গতকাল নোয়াখালীর বিভিন্ন অঞ্চল থেকে আসামী মোঃ মনিরুল ইসলাম, আসামী মোঃ জাহাঙ্গীর আলম ও আসামী শরীফ উল্যাহদেরকে গ্রেফতার পূর্বক তাদের নিকট হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নোয়াখালী জেলাধীন বেগমগঞ্জ থানার রফিকপুর এলাকা হতে আসামী ইসমাইল হোসেন টিটু (২৯)-কে গ্রেফতার পূর্বক তার বাড়ীর সামনে একটি রাইস মিল হতে উদ্ধার করা হয় ৩ টন রড এবং চুরির মূল হোতা আসামী মোঃ রফিক ও আসামী মোঃ বেলায়েত হোসেন রাজু প্রকাশ ইমন কে ৯ টন রডসহ গ্রেফতার করা হয়।
ফেনীর পুলিশ সুপার জাকির হাসান দি ক্রাইমকে বলেন, চট্টগ্রাম মহানগরীর কদমতলী ডিটি রোড এর খাঁন এন্টার প্রাইজ গত ৬ অক্ঠোবর খুলনা মেট্রো-ট-১১-১১১৩ নাম্বারের ট্রাক ভাড়া করে বরগুনায় রড পাঠানোর উদ্দেশ্যে চট্টগ্রাম আবুল খায়ের রি রোলিং মিলে প্রেরণ করা হয়।ওই দিন বিকালে ট্রাকটিতে ১৩ টন রড লোড করে বরগুনা জেলার উদ্দেশ্যে রওয়ানা করে। গত ৭ অক্ঠোবর সকাল সাড়ে ৮টায় বাদী ব্রোকারের মাধ্যমে জানতে পারেন ৬ অক্ঠোবর রাত সাড়ে ১০টায় ট্রাকটি দাগনভূঁঞা থানাধীন সততা পেট্রোল পাম্পে আসে এরপর হতে ট্রাকের আর কোন হদিস পাওয়া যাচ্ছে না। বাদী ঘটনাস্থলে আসেন এবং সেখানে ট্রাক চালক কে পেয়ে ট্রাকটি খোঁজাখুঁজিতে সহায়তা প্রাপ্তীর লক্ষ্যে দাগনভূঁঞা থানায় একটি জিডি দায়ের করেন।
জিডির প্রেক্ষিতে দাগনভূঁঞা থানার অফিসার ইনচার্জ বিষয়টি ফেনীর পুলিশ সুপার জাকির হাসানকে অবহিত করেন। পুলিশ সুপার দ্রুত সময়ের মধ্যে চোরদের সনাক্ত পূর্বক গ্রেফতার করে চোরাই রড ও ট্রাক উদ্ধারের জন্য নির্দেশ প্রদান করেন।
দাগনভূঁঞা থানা পুলিশ নোয়াখালী জেলার সেনবাগ, কোম্পানীগঞ্জ, বেগমগঞ্জসহ বিভিন্ন থানা এলাকায় একাধিক অভিযান পরিচালনা করে গত ৯ অক্ঠোবর রাত সাড়ে ১১টায় কোম্পানীগঞ্জ থানাধীন আদর্শগ্রাম গ্রামের চর ফকিরা ঘাট রাস্তার উপর হতে খুলনা-মেট্রো-ট-১১-১১১৩ ট্রাকটি উদ্ধার করেন। গতকাল ২৩ অক্ঠোবর রাত সাড়ে ৭টা হতে অভিযান পরিচালনা করে নোয়াখালীর বিভিন্ন অঞ্চল থেকে আসামীদের গ্রেফতার করা হয়।
বাদীর দায়েরকৃত এজাহারের ভিত্তিতে দাগনভূঁঞা থানার মামলা নং-১৩, তারিখ-২৪/১০/২০২২খ্রি: ধারা-৩৭৯/৪১১ পেনাল কোড রুজু করা হয়। গ্রেফতারকৃত ৬ জন আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Post Views: 322




