নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা আদালত চত্বর থেকে কৌশলে হাতকড়ার মধ্যে থেকে হাত বের করে পলাতক আসামী মোঃ আজিজুল শেখ প্রকাশ আশিকুলকে ডিবি পুলিশ আটক করেছে। গতকাল তাকে রাজধানীর ধামরাই হতে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।
ঘঠনা বিবরণে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের পশ্চিম পার্শ্বে রাস্তায় বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ৩য় বাউন্ডারির গেটের সামনে হতে গত ১৬ অক্ঠোবর সকালে আসামী মোঃ আজিজুল শেখ প্রকাশ আশিকুল প্রকাশ আশিক (৩৯)কে জেলা কারাগার হতে নিয়ে এসে উক্ত স্থানে নামালে কৌশলে হাতকড়া হতে হাত বের করে পুলিশ হেফাজত থেকে পালিয়ে যায়।

এই ঘটনায় কোর্ট ইন্সপেক্টর কে, এম জাহাঙ্গীর কবীর বাদী হয়ে পলাতকের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করেন। যার মামলা নং-১৪ তারিখ-১৬.১০. ২০২২ খ্রিঃ, ধারা-২২৪ পেনাল কোড দায়ের করেন।
ঘটনার প্রেক্ষিতে পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন এর তত্ত্বাবধায়নে এবং সার্বিক দিক-নির্দেশনায় দ্রুত মামলার রহস্য উদ্ঘাটনের জন্য ডিবি পুলিশের একাধিক টিম একযোগে তদন্ত কার্যক্রম শুরু করে। অবশেষে পুলিশ সুপার এর নেতৃত্বে অফিসার ইনচার্জ, মোঃ আলমগীর কবীরসহ ডিবি ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল এর চৌকস টিম এসআই সোহেল রানা, এসআই মোহাম্মদ শিহাব উদ্দিন, এসআই মোঃ রাশিদুল হাসান, এসআই মুহিদ হাসান, এএসআই শ্রী রমেন কুমার সরকার প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে, নিরলস প্রচেষ্টায় অভিযান পরিচালনা করে অত্র মামলার আসামি মোঃ আজিজুল শেখ(৩৯)কে রাজধানীর ধামরাই হতে হাতেনাতে গ্রেফতার করেন।
পুলিশ সূত্রে জানা যায়, হত্যা, ডাকাতি, দস্যুতা, চুরিসহ ১৪টি মামলার আসামি মোঃ আজিজুল শেখ। তাকে কারাগার থেকে প্রিজন ভ্যান যোগে গত ১৬ অক্ঠোবর সকালে অন্যান্য আসামিদের সাথে বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ৩য় বাউন্ডারির গেটের সামনে রাস্তায় প্রিজন ভ্যান দাঁড় করিয়ে জেল হাজতখানায় নেওয়ার উদ্দেশ্যে নামানো হয়। ইতোমধ্যে অন্য আসামির সাথে হাতকড়া পরিয়ে হাজতখানার দিকে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে কৌশলে হাতকড়ার মধ্যে থেকে হাত বের করে সুকৌশলে পালিয়ে যায়।
Post Views: 488




