আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারা উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক, সাবেক ইউপি চেয়ারম্যান ও বর্তমান উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক হুমায়ুন কবির চৌধুরী আনসার ও দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি রফিকুল ইসলাম খোকা ছুরিকাঘাতের ঘটনায় অবশেষে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। হুমায়ুন কবির চৌধুরী আনসার বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৬/৭ জনকে আসামি করে এই মামলার দায়ের করেছে।
মামলার আসামিরা হলেন লায়ন হেলাল উদ্দিন(৪৮) জিয়াউল কাদের জিয়া (৪০)গাজী মোহাম্মদ ফোরকান (৪২) শোয়াইবুল ইসলাম (৩৫) মোঃ হাসান (৩৬) সালাউদ্দিন জাহেদ(৪০) সাইফুদ্দিন দস্তগীর (৩৭) ইসমাইল বিন মনির(৪২)।
গত ১৫ই অক্টোবর চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র প্রতিনিধি সভাশেষে দোস্ত বিল্ডিং চত্বরে হুমায়ুন কবির আনসার ও রফিকুল ইসলাম খোকা সন্ত্রাসী হামলার শিকার হন। সংঘটিত ঘটনার পর থেকে নেতাকর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। এ ঘটনায় দলের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে হেলাল সহ পাঁচজনকে বহিষ্কার করা হয়েছে।
ঘটনার ৪ দিন পর কোতোয়ালি থানায় বেআইনি জনতা বন্ধে মারধর জখম হত্যার উদ্দেশ্যে গুরুতর রক্তাক্ত কাটা জখম চুরি সহ প্রাণনাশের হুমকির প্রদানের অপরাধে আটজনকে এজাহার ভুক্ত ও ৬/৭ জনকে অজ্ঞাতনামা আসামী করে এ মামলা রুজু করা হয়। পুলিশ ঘটনায় জড়িত কাউকে এখনো গ্রেফতার করতে পারেনি। কোতোয়ালি থানা পুলিশের পক্ষ থেকে আসামি গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানানো হয়।
এদিকে আজ বুধবার বিকেলে কালাবিবি দীঘির মোড়ে বিএনপি নেতা সরোয়ার হোসেনের নেতৃত্বে বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে এক বিক্ষোভ মিছিল বের করা হয়েছে।
Post Views: 670




