চৌদ্দগ্রাম প্রতিনিধি : কুমিল্লার চৌদ্দগ্রামে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি পাইপ গাণ ও ৬টি লোহার পাইপসহ গুণবতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি এনামুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ ।
গতকাল মঙ্গলবার দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা।
গ্রেপ্তারকৃত এনামুল হক গুণবতী ইউনিয়নের চাপাচৌ গ্রামের ইউসুফ আলীর ছেলে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা জানান, গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে মঙ্গলবার দুপুরে গুণবতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় তলায় স্কুলের দপ্তরি এনামুল হকের থাকার কক্ষে খাটের নিচ থেকে একটি দেশীয় তৈরি পাইপগান ও ৬টি লম্বা লোহার পাইপ উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত এনামুল হক গুণবতী ইউনিয়নের চাপাচৌ গ্রামের ইউসুফ আলীর ছেলে। তার বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেছে।




