মোঃ রেজাউল করিম, ঈদগাঁও প্রতিনিধি: অর্ণব কক্সবাজার’র উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি, সংশ্লিষ্ট সরকারী দপ্তরের প্রতিনিধি ও উপজেলার বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি নিয়ে এক টাউন হল মিটিং অনুষ্টিত হয়েছে।ইউনিসেফ ও এডাবের সহায়তায় গতকাল বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) রামু উপজেলা পরিষদের বিআরডিবি মিলনায়তনে অর্ণব কক্সবাজার’র প্রধান নির্বাহী মোঃ নুরুল আজিমের সঞ্চালনায় এ সভা অনুষ্টিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন রামু উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফসানা জেসমিন পপি। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে রামু স্বাস্হ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ আবু নাসের, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূর মোহাম্মদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নুরে আলম মজুমদার, উপজেলা শিক্ষা অফিসার গৌর চন্দ্র দে, রামু উপজেলা সুজনের সভাপতি মাস্টার মোহাম্মদ আলম, রামু উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি হাফেজ আহমদ, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহিদুর রহমান।
সভায় বক্তারা বলেন, আমরা এক ক্লান্তিলগ্ন পার করছি। তাই বলে করোনাকালীন মূহুর্ত শেষ হয়ে যায়নি। আমাদেরকে করোনা পরবর্তী সময়ের জন্য নতুন করে প্রস্তুতি নিতে হবে। স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের টিকা নিতে সহজীকরণের জন্য তাদের মা বাবাকে জন্মনিবন্ধন নিশ্চিত করার কথা বলেন।
কভিড দুঃসময়ে স্হানীয় প্রশাসন এবং স্বাস্হ্য বিভাগের সাথে সমন্বয় করে অনেক করোনা আক্রান্ত রোগীকে সহায়তা দেয়ার কথা বলেন। করোনা ভাইরাস থেকে নিজেকে নিরাপদে রাখার জন্য বুস্টার ডোজসহ তিনটি টিকা গ্রহণ করা জরুরী। এখনো গ্রাম পর্যায়ে টিকা নিতে মানুষের উদাসীনতা দেখা যায়।
বক্তারা আরো বলেন, প্রত্যেক পরিবারের সদস্যদের উচিত ব্যক্তিগত পরিস্কার-পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলা। এনজিওগুলোর উচিত মানুষকে আরও সচেতন করার জন্য তৃণমূল পর্যায়ে বেশি করে প্রচারণা চালানো ।
সভায় সরকারী- বেসরকারী পর্যায়ে বিভিন্ন ব্যক্তিগণ কোভিড ১৯ মুহুর্তের নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেন এবং আগামী দিনের করণীয় সম্পর্কে পরামর্শ প্রদান করেন।
এতে আরও বক্তব্য রাখেন রামু ল্যাবরেটরী স্কুলের প্রধান শিক্ষক মাহবুবুল আলম, এডাব কক্সবাজার জেলা সমন্বয়কারী হারুন অর রশীদ, সাংবাদিক আব্দুল মালেক, স্বাস্হ্য সহকারী দুলাল বড়ুয়া, এইচএ স্বাস্হ্য বিভাগ এরশাদ উল্লাহ ও পলাশ, স্বাস্হ্যকর্মী রুমা আক্তার, অর্ণবের রামু উপজেলা ফোকাল কায়ুম উদ্দিন, এপেক্সিয়ান মহিবুল্লাহ চৌধুরী জিল্লু।
সভায় চিকিৎসক,শিক্ষক, সাংবাদিক, স্বাস্হ্য কর্মী, ইয়ুথসহ ৩১জন সরকারী- বেসরকারী ব্যক্তিবর্গ উপস্হিত ছিলেন।
Post Views: 312




