অর্থনীতি ডেস্ক: বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড (বিসিবিএল)-এর নতুন দুইটি উপশাখা আজ মঙ্গলবার ১৩ সেপ্টেম্বর দুপুরে ২৭তম ” কোর্ট বিল্ডিং উপশাখা রাজশাহী এবং ২৮তম মাটিডালী উপশাখা বগুড়া অত্যাধুনিক সকল ব্যাংকিং সুবিধাসহ উদ্বোধন করা হয়। ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ তাজুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ব্যাংকের চেয়ারম্যান ড. ইঞ্জিনিয়ার রশিদ আহমেদ চৌধুরী উপস্থিত থেকে উপশাখা দুটি উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনহুমায়ুন বখতিয়ার এফসিএ, চেয়ারম্যান পর্ষদ নির্বাহী কমিটি, বিসিবিএল; কাজী মোঃ রেজাউল করিম, উপ-ব্যবস্থাপনা পরিচালক-১, আলহাজ্ব মোঃ আবুল কাসেম, সভাপতি-রাজশাহী এডভোকেট বার এসোসিয়েশন; পারভেজ তৌফিক জাহেদী, সাধারন সম্পাদক, রাজশাহী এডভোকেট বার এসোসিয়েশন; অধ্যাঃ ড. হোসনে আরা বেগম (অশোকা ফেলো, পিএইচএফ এন্ড একেএস) নির্বাহী পরিচালক, TMSS ; ড. খন্দকার আলমগীর হোসেন, প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক, গ্রাম উন্নয়ন কর্ম (গাক)। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা, বগুড়া, রাজশাহী,আহমেদপুর শাখার ব্যবস্থাপক, উপশাখা দুটির ইনচার্জসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও সম্মানিত গ্রাহকবৃন্দরা উপস্থিত ছিলেন।
Post Views: 253




