প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড (বিসিবিএল) ও রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল এর মধ্যে আজ মঙ্গলবার ০৬ সেপ্টেম্বর সকালে হোটেল ইন্টারকন্টিনেন্টাল এর হলরুমে দ্বীপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়। বিসিবিএল এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ তাজুল ইসলাম এবং হোটেল ইন্টারকন্টিনেন্টাল এর মহাব্যবস্থাপক আশওয়ানী নায়ার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।
এই চুক্তির আওতায় বহির্গমনকারী বিসিবিএল এর ক্রেডিট কার্ডধারীরা হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৩য় তলায় বলাকা এক্সিকিউটিভ লাউঞ্জে প্রবেশাধিকারের সুযোগ পাবে। এছাড়াও বুফে ফুড, ফ্রি ওয়াইফাই, শাওয়ার রুম, বিভিন্ন চ্যানেল সহ টিভি, টেলিফোন কল (স্থানীয়), নির্বাচিত পত্রিকা ,ব্যবসা কেন্দ্রে বিনামূল্যে প্রবেশাধিকার সুবিধা ভোগ করতে পারবেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক-১ কাজী মোঃ রেজাউল করিম, উপ-ব্যবস্থাপনা পরিচালক-২ ড. মোঃ আব্দুল কাদের এবং হোটেল ইন্টারকন্টিনেন্টাল এর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।




