আন্তর্জাতিক ডেস্ক: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্রের মেয়ে মস্কোর কাছে নিহত হয়েছেন। বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
দেশটির রাষ্ট্রীয় মিডিয়ার রিপোর্ট অনুসারে, দারিয়া দুগিনা বাড়ি গাড়িতে করে বাড়ি ফিরছিলেন। এসময় গাড়িটি বিস্ফোরিত হলে তিনি মারা যান। দারিয়া দুগিনার বাবা রুশ দার্শনিক আলেকজান্ডার ডুগিন যিনি ‘পুতিনের ব্রেইন’ হিসেবে পরিচিত। ধারণা করা হচ্ছে, ডুগিনকে হত্যা করার উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছিল।
ডুগিন একজন বিশিষ্ট অতি-জাতীয়তাবাদী মতাদর্শী, যিনি পুতিনের অত্যন্ত ঘনিষ্ঠ বলে মনে করা হয়।
রুশ মিডিয়া আউটলেট ১১২ জানায়, শনিবার সন্ধ্যায় ডুগিন ও তার মেয়ে এক অনুষ্ঠান থেকে একই গাড়িতে করে বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে ডুগিন আলাদা গাড়িতে করে বাড়ি ফেরার সিদ্ধান্ত নেন।
যাচাই করা হয়নি টেলিগ্রামে পোস্ট করা এমন ভিডিওতে দেখা যায়, যখন জরুরি পরিষেবাগুলো গাড়ির ধ্বংসাবশেষের ঘটনাস্থলে পৌঁছায় তখন হতবাক হয়ে ছিলেন ডুগিন।
বিবিসির পক্ষ থেকে এসব ভিডিওর সত্যতা যাচাই করা হয়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে।
রুশ আইন প্রয়োগকারী সংস্থা বার্তা সংস্থা তাসকে বলশিয়ে ভায়াজেমি গ্রামে একটি এসইউভি গাড়ি বিস্ফোরিত হয়ে একজন নারী চালকের নিহতের কথা নিশ্চিত করেছে। তবে এই নিয়ে বিস্তারিত কিছু বলেনি দেশটির আইন প্রয়োগকারী সংস্থা।




