বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধি : বান্দরবান পার্বত্য জেলায় ইউকে ভিত্তিক উন্নয়ন সংস্থা টিয়ার ফান্ড বাংলাদেশ-এর আয়োজনে মনিটরিং , ইভ্যালুয়েশন, সুরক্ষা এবং গুনগত মানদন্ড বিষয়ক এক দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়। আজ মঙ্গলবার ১৪ জুন হতে ১৬ জুন পর্যন্ত কর্মশালাটি আয়োজিত হবে।
কর্মশালায় টিয়ার ফান্ডের সহযোগী সংস্থা সিসিডিবি- বান্দরবান, ব্যাপ্টিষ্ট এইড, কোষ্ট ফাউন্ডেশন, ল্যাম্ব, কলেজ অব খ্রীষ্টিয়ান টেকনোলজি বাংলাদেশ, সালোম ও ওর্য়াল্ড কনসার্ন বাংলাদেশ- এর প্রকল্প কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত দক্ষতা উন্নয়ন কর্মশালাটি টিয়ার ফান্ড-এর ডিমিল কো-অর্ডিনেটর, সানি ডি’কস্তা পরিচালনা করেন।
টিয়ার ফান্ডের পক্ষ হতে শুভ্র সরেন রেগোুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুু, প্রোগ্রাম অফিসার ও বিজয় সুজদাক, সিসিটি এসোসিয়েট উপস্থিত ছিলেন।
Post Views: 262




