লিটন কুতুবী, কুতুবদিয়া প্রতিনিধি: কুতুবদিয়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে পৃথকভাবে দুই আসামীকে আটক করে।গত বৃহস্পতিবার (০৯ জুন ) দুপুরে এবং রাতে ওসির নির্দেশে থানার সেকেন্ড অফিসার রায়হান উদ্দিন, এস,আই জিয়া, এস,আই মাজেদ, এএসআই নিয়ামত সঙ্গীয় ফোর্স নিয়ে অভিয়ান চালিয়ে সিআর ৯১/২২ মামলার পলাতক আসামী কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের সেন্টার পাড়ার মৃত মোঃ কালুর পুত্র রহমত উল্লাহ, এবং কুতুবদিয়া থানার , জিআর- ৫৮/২২, মামলার আসামী বড়ঘোপ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের পূর্ব মনোহরখালী বদাইয়াপাড়ার মৃত কামাল উদ্দিনের পুত্র নেজাম উদ্দিন প্রকাশ মানিককে গ্রেফতার করে।
কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওমর হায়দার জানান, আটককৃত দুই আসামীকে বিধি মোতাবেক কুতুবদিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ সাইদীন নাহির আদালতে হাজির করা হয়।
আদালত আগামী রবিবার ১২ জুন জামিন শুনানীর দিন রাখা হয়। তবে আটক দুই আসামীকে জেল হাজতে প্রেরণ হয় বলে আদালতের জিআরএ নিশ্চিত করেন।
লিটন কুতুবী, কুতুবদিয়া প্রতিনিধি: কুতুবদিয়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে পৃথকভাবে দুই আসামীকে আটক করে।গত বৃহস্পতিবার (০৯ জুন ) দুপুরে এবং রাতে ওসির নির্দেশে থানার সেকেন্ড অফিসার রায়হান উদ্দিন, এস,আই জিয়া, এস,আই মাজেদ, এএসআই নিয়ামত সঙ্গীয় ফোর্স নিয়ে অভিয়ান চালিয়ে সিআর ৯১/২২ মামলার পলাতক আসামী কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের সেন্টার পাড়ার মৃত মোঃ কালুর পুত্র রহমত উল্লাহ, এবং কুতুবদিয়া থানার , জিআর- ৫৮/২২, মামলার আসামী বড়ঘোপ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের পূর্ব মনোহরখালী বদাইয়াপাড়ার মৃত কামাল উদ্দিনের পুত্র নেজাম উদ্দিন প্রকাশ মানিককে গ্রেফতার করে।
কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওমর হায়দার জানান, আটককৃত দুই আসামীকে বিধি মোতাবেক কুতুবদিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ সাইদীন নাহির আদালতে হাজির করা হয়।
আদালত আগামী রবিবার ১২ জুন জামিন শুনানীর দিন রাখা হয়। তবে আটক দুই আসামীকে জেল হাজতে প্রেরণ হয় বলে আদালতের জিআরএ নিশ্চিত করেন।




