ক্রাইম প্রতিবেদক: নগরীর হালিশহর থানাধীন ছোটপোল কাঁচা বাজারে অভিযান চালিয়েছে ভোক্তা অধিদপ্তর সংরক্ষণ অধিদপ্তর। এসময় বিসমিল্লাহ স্টোর নামে একটি দোকানে আগের কেনা বোতলজাত সয়াবিন তেল খোলা হিসেবে বিক্রি করায় দুই লাখ টাকা জরিমানা ও দোকানটি সিলগালা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ মে) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই অভিযান পরিচালনা করে।
অধিপ্তরের চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. দিদার হোসেন বলেন, বিসমিল্লাহ স্টোর নামের ওই দোকানে দেড় হাজার লিটার সয়াবিন তেলের সন্ধান পাওয়া যায়। এরমধ্যে ৫০০ লিটার তেল বোতলজাত অবস্থায় ছিল। বোতলজাত সয়াবিন তেল বোতল থেকে বের করে খোলা তেল হিসেবে বিক্রি হচ্ছিল এ দোকানে। তাই দোকনটিকে ২ লাখ টাকা জরিমানা এবং সিলগালা করা হয়েছে।
অভিযানে দেখা যায়, আগে কেনা বোতলজাত তেলের গায়ে দাম লেখা আছে ৭৬০ টাকা। এসব বোতল খুলে খোলা সয়াবিন তেল হিসেবে প্রতি লিটার ১৮০ টাকায় বিক্রি করা হচ্ছিল। এতে ৫ লিটার তেলের দাম হয় ৯০০ টাকা।

ক্রাইম প্রতিবেদক: নগরীর হালিশহর থানাধীন ছোটপোল কাঁচা বাজারে অভিযান চালিয়েছে ভোক্তা অধিদপ্তর সংরক্ষণ অধিদপ্তর। এসময় বিসমিল্লাহ স্টোর নামে একটি দোকানে আগের কেনা বোতলজাত সয়াবিন তেল খোলা হিসেবে বিক্রি করায় দুই লাখ টাকা জরিমানা ও দোকানটি সিলগালা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ মে) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই অভিযান পরিচালনা করে।
অধিপ্তরের চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. দিদার হোসেন বলেন, বিসমিল্লাহ স্টোর নামের ওই দোকানে দেড় হাজার লিটার সয়াবিন তেলের সন্ধান পাওয়া যায়। এরমধ্যে ৫০০ লিটার তেল বোতলজাত অবস্থায় ছিল। বোতলজাত সয়াবিন তেল বোতল থেকে বের করে খোলা তেল হিসেবে বিক্রি হচ্ছিল এ দোকানে। তাই দোকনটিকে ২ লাখ টাকা জরিমানা এবং সিলগালা করা হয়েছে।
অভিযানে দেখা যায়, আগে কেনা বোতলজাত তেলের গায়ে দাম লেখা আছে ৭৬০ টাকা। এসব বোতল খুলে খোলা সয়াবিন তেল হিসেবে প্রতি লিটার ১৮০ টাকায় বিক্রি করা হচ্ছিল। এতে ৫ লিটার তেলের দাম হয় ৯০০ টাকা।