বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে জাতীয় গণমাধ্যম ইনষ্টিটিউট কর্তৃক শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রমের উপর টিভি সাংবাদিকদের ৩ দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করা হয়েছে।
বৃহষ্পতিবার (১২ মে) সকালে বান্দরবান প্রেসক্লাবে এই কর্মশালার শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তীবরীজী।
শিশু ও নারী উন্নয়নে মাঠ পর্যায়ে সমস্যা ও অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে বান্দরবানে কর্মরত বিভিন্ন টিভি চ্যানেলের ২৫জন গণমাধ্যম কর্মী প্রশিক্ষণে অংশ নিচ্ছেন।
প্রথম দিনের কর্মশালায় জাতীয় গণমাধ্যম ইনিস্টিউটের উপ পরিচালক মো। সোহেল পারভেজ ও বান্দরবান সিজিল সার্জন দপ্তরের শিশু বিশেষজ্ঞ ডা। আলমগীর সাংবাদিকদের মাঠ পর্যায়ে নানা বিষয়ে ধারণা দেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মনু, সাধারণ সম্পাদক মিনারুল হক।




