ক্রাইম প্রতিবেদক: চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৩৪০ বোতল ফেন্সিডিলসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ সোহেল খান আজাদ প্রকাশ পাগলা সোহেল (৩৫)কে আটক করেছে। আজ বুধবার (১১ মে) বিকাল সাড়ে ৫টায় চাঁদপুর সদর মডেল থানাধীন শিলন্দীয়া গ্রামের খান বাড়ীস্থ আসামীর নিজ দখলীয় বসতঘরে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃএমদাদুল ইসলাম মিঠুন এর সার্বিক তত্বাবধানে পরিদর্শক মোঃ মজিবুর রহমান এর নেতৃত্বে গঠিত রেডিং টীম গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর মডেল থানাধীন শিলন্দীয়া গ্রামের খান বাড়ীস্থ আসামীর নিজ দখলীয় বসতঘরে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসামী মোঃ সোহেল খান আজাদ প্রঃ পাগলা সোহেল (৩৫), পিতা- মৃত মজিবুর রহমান, মাতা- মাজেদা বেগমকে ৩৪০ বোতল ফেন্সিডিলসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
উদ্ধারকৃত ফেন্সিডিলের আনুমানিক মূল্য ৬ লাখ ৮০ হাজার টাকা। আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধ চাঁদপুর সদর মডেল থানায় পরিদর্শক মোঃ মজিবুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামি একজন তালিকাভুক্ত মাদকব্যবসায়ী। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।
Post Views: 431




