মোঃ সফিউল আলম: কুমিল্লায় নির্বাচনে ভাড়া দেওয়ার জন্য দেশি-বিদেশি অস্ত্রসহ আটক ২কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ভাড়া দেওয়ার জন্য দেশি-বিদেশি অস্ত্র এনে জমিয়ে রাখার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে র্যাব। সোমবার রাতে জেলার সদর দক্ষিণ থানার সোয়াগাজী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি এলজি (পাইপগান), একটি এলজি (শটগান), ৯ রাউন্ড পিস্তলের গুলি ও দুই রাউন্ড শটগানের গুলিসহ উদ্ধার করা হয়েছে।
Post Views: 305




