নিজস্ব প্রতিনিধি: নোয়াপাড়া সমাজ কল্যাণ ও ক্রীড়া সংঘের নতুন ভবন উদ্বোধন ও নতুন কমিটির পরিচিতি সভা সম্পন্ন। গত ৪ মে ২০২২ অনুষ্ঠিত হয়, ফেনী জেলার, ছাগলনাইয়া উপজেলার, ১০ নং ঘোপাল ইউনিয়ন এর নোয়াপাড়া সমাজ কল্যাণ ও ক্রীড়া সংঘের নতুন কমিটি পরিচিতি এবং নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠান।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঘোপাল ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান জনাব আজিজুল হক মানিক, ইউনাইটেড ট্রাস্টের ফেনী জেলার কো-অর্ডিনেটর ফয়সাল ভুঁইয়া, ইনায়া ফাউন্ডেশন এর সভাপতি রায়হান চৌধুরি, সংগঠন এর উপদেষ্টা হাজী খোরশেদ আলম, মো. সামছুল বাহার সহ সমাজের অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বক্তারা সমাজের বিভিন্ন কাজে নোয়াপাড়া সমাজ কল্যাণ এর সদস্যদের বিভিন্ন কাজের প্রশংসা করেন।
২০০০ সাল থেকে আনুষ্ঠানিক যাত্রা শুরু করা নোয়াপাড়া সমাজ কল্যাণ ও ক্রীড়া সংঘ এত বছর ধরে সুনামের সাথে এলাকার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। করোনা মহামারীতে গ্রামের দুস্থ গরিবদের ত্রান বিতরণ, বিভিন্ন ঈদে নতুন জামা বিতরণ, শীতের মৌসুমে শীতবস্ত্র বিতরণ সহ নানা ধরনের সামাজিক উন্নয়ন মূলক কাজ করছে সংগঠনটি।
সংগঠনের নতুন দায়িত্ব প্রাপ্ত সভাপতি আনোয়ার হোসেন বলেন, “অতীতে যেভাবে সংগঠনটি কাজ করে গেছে, ভবিষ্যতেও এভাবে কাজ করে সামাজিক উন্নয়নই আমাদের লক্ষ্য।”
নতুন দায়িত্ব প্রাপ্ত শিক্ষা সম্পাদক আলী হায়দার সজীব জানান, “শিক্ষার দিক থেকে পিছিয়ে থাকা গ্রামের গরিব মেধাবীদের নিয়ে কাজ করতে চাই, সেই সাথে ঝরে পড়া যেসব শিক্ষার্থী পড়াশুনা বন্ধ করে দিচ্ছে তাদেরও কাউন্সেলিং করে আবার পড়াশোনায় ফিরিয়ে আনা যায় কিনা সেই চেষ্টাও অব্যাহত থাকবে।”
উল্লেখ্য, সংগঠনটি ইতিমধ্যে তাদের ইউনিয়নে বেশ জনপ্রিয় তাদের খেলাধুলায় পারদর্শীতার জন্য। খেলাধুলার উন্নয়নের ক্ষেত্রে পুরো ঘোপাল ইউনিয়নে অসামান্য অবদান রাখছে সংগঠনটি।




