মোঃ সফিউল আলম, চৌদ্দগ্রাম: মাত্র এক শতাংশ জমির বিরোধকে কেন্দ্র করে কুমিল্লার চৌদ্দগ্রামে ইসরাফিল নামের এক যুবককে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এ সময় ইসরাফিলের মা ও চাচাতো ভাইসহ তিনজন আহত হয়েছে। এ ঘটনায় পুলিশ নারী-পুরুষসহ একই পরিবারের ৫জনকে আটক করেছে।আজ রোববার (০৮ মে) দুপুরে উপজেলার কনকাপৈত ইউনিয়নের দুর্গাপুর গ্রামে এই ঘটনাটি ঘটে।
তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা।
নিহত ইসরাফিল ওই গ্রামের হানিফ মিয়ার ছেলে। তার ঈশান নামে দশ মাস বয়সী এক শিশু সন্তান রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইসরাফিলের পিতা হানিফ মিয়া ও পাশ্ববর্তী মোক্তার হোসেনের সাথে মাত্র এক শতাংশ জমি নিয়ে আদালতে মামলা চলছিল। আজ রোববার দুপুরে পূর্ব পরিকল্পনা অনুযায়ী মোক্তার হোসেনের ছেলে সজিব, বোন নাসরিন, আইরিন ও মা রহিমা বেগম বিরোধকৃত ওই জায়গায় খড়ের গাঁদা(ছিন) তৈরি করতেছিল। এ সময় ইসরাফিল ও তার ভাই সালমান বাধা দিলে কিছু বুঝে উঠার আগেই মোক্তার হোসেনের ছেলে সজিব ইসরাফিলকে হাতে থাকা কুড়াল দিয়ে ঘারে ও মাথায় গুরতর আঘাত করে। ইসরাফিলের চিৎকারে তার চাচাতো ভাই রামীম, মা রিনা বেগম ও চাচি আয়েশা বেগম এগিয়ে আসলে মোক্তার হোসেনের ছেলে ও মেয়েরা তাদেরকেও কুপিয়ে গুরুতর আহত করে। তাদের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে আহতদেরকে উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ইসরাফিলকে মৃত ঘোষণা করেন।




