ঢাকা ব্যুরো: ধর্ম অবমাননার অভিযোগে গ্রেফতারকৃত স্কুল শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডলের মুক্তি দাবিতে শাহবাগে সমাবেশ করেছে ‘নিপীড়নের বিরুদ্ধে শাহবাগ’। আজ শনিবার (০৯ এপ্রিল) বিকাল সাড়ে ৪টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ করে সংগঠনটি। সমাবেশে সংহতি জানিয়ে উপস্থিত ছিল, বাংলাদেশে শিক্ষক ঐক্য পরিষদ ও মাইনরিটি রাইটস ফোরাম বাংলাদেশ।
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রেসিডিয়াম সদস্য কাজল দেবনাথ বলেন, স্ক্রিপ্ট দিয়ে প্রশ্ন করে ওই শিক্ষককে ফাঁদে ফেলা হয়েছে। পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ, নজরুল, পঞ্চ কবি বাদ দেওয়া হয়েছে, বিজ্ঞান বাদ দেওয়া হচ্ছে। সরকার, প্রশাসন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রশ্ন, বিজ্ঞান বাদ দিয়ে কী আমরা অন্ধকারে যাব?বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদের আহ্বায়ক প্রফেসর ড. অরুণ কুমার গোস্বামী বলেন, আমরা দেখতে পাচ্ছি ধর্মীয় মৌলবাদী গোষ্ঠী ধর্মীয় সংখ্যালঘুদের টার্গেট করে, এমনকি শিক্ষকদেরও টার্গেট করে আক্রমণ-নিপীড়ন চালাচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং সরকারের কাছে আশু প্রয়োজনীয় পদক্ষেপের দাবি জানাচ্ছি।
যুব ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক খান আসাদুজ্জামান মাসুমের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন,লেখক ও প্রকাশক রবিন আহসান, হাসান ফকির, ছাত্র ইউনিয়নের সভাপতি ফয়েজ উল্লাহ, হিন্দু মহাজোটের মহাসচিব ডা. এম কে রায়, অ্যাক্টিভিস্ট সৈয়দা রত্মাসহ আরও অনেকে।




