ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁও বাজারের স্বর্ণের দোকানে দিন দুপুরে ডাকাতির চেষ্টা ও ব্যবসায়ীদের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে।আজ সোমবার (২৬ জানুয়ারি)সকালে এ ঘটনা ঘটে বাজারের মুক্তা স্বর্ণ শিল্পালয়ে।। এর প্রতিবাদে একই দিন বিকাল সাড়ে ৩টায় কাঁচা বাজার এলাকায় মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। স্থানীয় স্বর্ণ ব্যবসায়ী ও কারিগররা এ কর্মসূচিতে অংশ নেন।
দোকানটির নাম হচ্ছে মুক্তা স্বর্ণ শিল্পালয়। এটি বাজারের পুরোনো তরি-তরকারি ও কাঁচা বাজার রোডে অবস্থিত। সংগঠিত ঘটনায় চারজন আহত হয়েছেন।
আহতরা হলেন- বাবু মৃণাল আচার্য্য (৬৫), তার পুত্র মনীষ আচার্য্য (৩০), দোকান কর্মচারী জনি চৌধুরী (২৮) ও শান্তূ আচার্য্য (১৮)। আহত শান্তু আচার্য্যকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। ঘটনার সময় সন্ত্রাসীরা দোকানের আয়না ভাংচুর করে। এ সময় তারা শো-পিচে রক্ষিত ৭-৮ ভরি স্বর্ণালংকার নিয়ে যায় বলে অভিযোগ করা হয়।
দোকান মালিক ঈদগাঁও উপজেলা জুয়েলারী সমিতির প্রধান উপদেষ্টা। আর ডাকাতি চেষ্টা ও হামলার অভিযোগ স্থানীয় মৃদুল কান্তি দে গং এর বিরুদ্ধে।
মানববন্ধন ও সংবাদ সম্মেলনে কথা বলেন ভুক্তভোগীর পুত্র মনিষ আচার্য্য।
তিনি জানান, সোমবার সকাল আনুমানিক ১০টার দিকে মৃদুল কান্তি দে-র নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র অস্ত্রশস্ত্র নিয়ে হঠাৎ মুক্তা স্বর্ণ শিল্পালয়ে ডাকাতির চেষ্টা চালায়। বাজারের লোকজন ও ব্যবসায়ীরা এগিয়ে এলেও ডাকাত দল তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তারা অস্ত্র প্রদর্শন করে বাজারে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে এবং দোকান লুটের চেষ্টা করে। দোকান ও ব্যবসা রক্ষায় মালিকপক্ষ এগিয়ে এলে হামলাকারীরা ব্যবসায়ীদের মারধর করে।
ভুক্তভোগী মনিষ অভিযোগ করেন, ঘটনার সময় ঈদগাঁও থানা পুলিশকে বারবার ফোন করা হলেও তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়নি। পরবর্তীতে ৯৯৯ নম্বরে ফোন দেয়ার পর থানা থেকে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বিরোধের বিষয়টি নিয়ে বিকেলে থানায় যোগাযোগ করার পরামর্শ দেই পুলিশ।
মানববন্ধনে অংশ নেয়া ব্যবসায়ী ও ভুক্তভোগীরা দিনদুপুরে বাজারে প্রকাশ্যে ডাকাতির চেষ্টায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে বাজারে স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা জোরদারের আহ্বান জানান তারা।
মানববন্ধনে অংশ নেন জুয়েলারি সমিতির উজ্জ্বল ধর, রুবেল ধর, এলবার্ট দে , বিজন ধর, সানি দে , উজ্জ্বল ধর (২), অন্তু দে, রাজীব আচার্য্য, তপন আচার্য্য, হোসন , ইব্রাহিম , তাপস দে প্রমুখ।




