বিজন কুমার বিশ্বাস, নিজস্ব প্রতিনিধি: চকরিয়া থানায় বডি-অর্ন ক্যামেরা স্থাপন ও ব্যবহার কার্যক্রম পরিদর্শন করেছেন কক্সবাজার জেলা পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান। পরিদর্শনকালে তিনি দায়িত্বরত পুলিশ সদস্যদের বডি-অর্ন ক্যামেরা ব্যবহারের বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
পুলিশ সুপার বলেন, বডি-অর্ন ক্যামেরা ব্যবহারের মাধ্যমে পুলিশের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পেশাদারিত্ব বৃদ্ধি, দায়িত্ব পালনে নিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো পরিস্থিতিতে তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ সহজ হবে। তিনি বডি-অর্ন ক্যামেরায় ধারণকৃত ডেটা সংরক্ষণ, সঠিক ব্যবহার ও মনিটরিং ব্যবস্থার গুরুত্ব তুলে ধরেন।
পরিদর্শন শেষে জেলা পুলিশ সুপার চকরিয়া থানা কর্তৃক প্রস্তুতকৃত অপারেশনাল ম্যাপ পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি থানা এলাকার ভৌগোলিক অবস্থান, গুরুত্বপূর্ণ স্থাপনা ও পয়েন্ট, সম্ভাব্য ঝুঁকিপূর্ণ এলাকা, প্রবেশ ও প্রস্থান পথ এবং পুলিশ ফোর্স ডিপ্লয়মেন্ট পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।
পরে নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ, নিরাপদ ও গ্রহণযোগ্য রাখতে অপারেশনাল ম্যাপের ভূমিকা ও প্রস্তুতির গুরুত্ব নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন জেলা পুলিশ সুপার। তিনি সার্বিক নিরাপত্তা জোরদার, দ্রুত প্রতিক্রিয়া নিশ্চিত এবং সমন্বিতভাবে দায়িত্ব পালনের লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান আশা প্রকাশ করেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার ও কার্যকর পরিকল্পনার মাধ্যমে চকরিয়া থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত হবে এবং আসন্ন নির্বাচনসহ যেকোনো গুরুত্বপূর্ণ সময়ে জননিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।




