সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া: আমাদের (অন্তর্বর্তীকালীন সরকার) মেয়াদকাল আর ১৫ দিন। এই সময়ের মধ্যে উন্নয়ন-সংস্কারের যেসকল কাজ অবশিষ্ট আছে সেগুলো শেষ করবো। কারণ আগামীর সরকার ভালও হতে পারে,খারাপও হতে পারে। আমরা চাই আগামীর সরকার একটি সুন্দর রাষ্ট্র পরিচালনা করুক, যেটা জনগন তাদের কাছ থেকে আশা করে। ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য আদালতের অবকাঠামো আধুনিক ও কার্যকর হওয়া অত্যন্ত জরুরি। এই ঐতিহ্যবাহী আদালত ভবনের উন্নয়ন বিচারপ্রার্থীদের সেবাকে আরও সহজ ও গতিশীল করবে। আইনের শাসন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বিচার বিভাগের অবকাঠামো শক্তিশালী করা হবে।
আজ সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে সাতকানিয়া আইনজীবী সমিতির উদ্যােগে সাতকানিয়া চৌকি আদালত প্রাঙ্গনে আয়োজিত আদালতের অবকাঠামোর উন্নয়নের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন এসব কথা বলেন তিনি।
ধর্ম উপদেষ্টা আরও বলেন, শতবর্ষী এই আদালত শুধু একটি বিচারালয় নয়, এটি এ অঞ্চলের ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। এর উন্নয়ন কাজ শেষ হলে বিচারক, আইনজীবী ও বিচারপ্রার্থীদের জন্য একটি আধুনিক ও নিরাপদ পরিবেশ নিশ্চিত হবে।
সাতকানিয়া আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট হাফিজুল ইসলাম মানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সাতকানিয়া আদালতের অতিরিক্ত সিভিল জজ আরাফাতুল ইসলাম, চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) মো.আরিফুল ইসলাম সিদ্দিকী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক সাঈদ আহছান খালিদ, গণপূর্ত অধিদপ্তর চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী মীর রাশেদুল করিম, সাতকানিয়া আইনজীবী সমিতি’র সভাপতি এডভোকেট মো. সোলাইমান, সাতকানিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত রেজা জয়ন্ত, সাতকানিয়া আইনজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি এড.মাহমুদুল হক চৌধুরী, এড.এ.এম, ফয়সাল, সহ-সাধারণ সম্পাদক এড. রাশেদুল ইসলাম ও সাবেক সিনিয়র সহ- সভাপতি এড. সুজন পালিত।




