নিজস্ব প্রতিবেদক: নগরীর কোতোয়ালী থানাধীন এনায়েত বাজার মৌজার ঝাউতলামোমিন রোড (সেবক কলোনী সংলগ্ন) এলাকায় আজ সোমবার(২৬ জানুয়ারী)সকাল থেকে দুপুর পর্যন্ত ব্যতিক্রমী ও অবৈধভাবে নির্মিত ভবন সমূহে চউক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন সিডিএ’র স্পেশাল মেট্টোপলিটন ম্যাজিষ্ট্রেট (যুগ্ন জেলা ও দায়রা জজ) হামীমুন তানজীন ও অথরাইজড অফিসার-২ তানজিব হোসেন।
অভিযানে ১টি ৬ তলা অননুমোদিত ভবনের ৫ম ও ৬ষ্ঠ তলা ভেঙ্গে দেওয়া হয় এবং উক্ত ভবনের মালিকগণকে ১২ লক্ষ টাকা ক্ষতিপূরণ ধার্য্য করা হয়। এছাড়া উক্ত এলাকার জনৈক শাহবুদ্দিন এর মালিকাধীন নির্মাণাধীন ১০তলা ভবন সীলগালা করা হয়।
অথরাইজড অফিসার তানজিব হোসেন দি ক্রাইমকে বলেন, চট্টগ্রাম মহানগরীকে পরিকল্পিত নগরী হিসাবে গড়ে তুলতে চউক কর্তৃক ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। তারই ধারাবাহিকতায় কোতোয়ালী থানাধীন ঝাউতলা এলাকায় অভিযান পরিচালিত হয়। উল্লেখ্য এধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অভিযানে আরও অংশ নেন সহকারী অথরাইজড অফিসার জনাব মোহাম্মদ ইলিয়াছ আক্তার, মোঃ হামিদুল হক, ইমারত পরিদর্শক মোঃ তোফায়েল হোসেন, বিমান বড়ুয়া, এ এস এম মিজান, শাহদাত হোসাইন, সৈকত চন্দ্র পাল, গৌরাঙ্গ চন্দ্র পাল এবং চউকের ম্যাজিষ্ট্রেট শাখার অফিস সহায়ক মিথু চৌধূরী।




