প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশের তৈরী পোশাক শিল্পের অগ্রদূত বিজিএমইএ’র সাবেক সভাপতি, সুয়েটার্স শিল্পের পথিকৃৎ, ড্রাগন গ্রুপ ও রূপালী ইন্সুরেন্স-এর সাবেক চেয়ারম্যান এবং সোনালী লাইফ ইন্সুরেন্স-এর প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারম্যান মরহুম মোস্তফা গোলাম কুদ্দুস-এর স্মরণ করে তাঁর রূহের মাগফেরাত কামনায় আজ রবিবার(২৫ জানুয়ারী) বাদ মাগরিব বিজিএমইএ চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিজিএমইএ’র পরিচালক ও প্রাক্তন প্রথম সহ-সভাপতি মোহাম্মদ আবদুস সালাম বলেন, বাংলাদেশের পোশাক শিল্পের বিকাশ ও আন্তর্জাতিক অঙ্গনে এই খাতের অগ্রযাত্রায় বিজিএমইএ’র প্রাক্তন সভাপতি মরহুম মোস্তফা গোলাম কুদ্দুস-এর অবদান চিরস্মরণীয় ও অবিস্মরণীয়। তিনি ছিলেন একজন দূরদর্শী শিল্পনেতা, যিনি পোশাক শিল্পের টেকসই উন্নয়ন, শ্রমিক কল্যাণ এবং শিল্পবান্ধব নীতি প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিজিএমইএ’র সভাপতি হিসেবে তাঁর দায়িত্বশীলতা, সততা ও প্রজ্ঞার কথা তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন।
বিজিএমইএ’র পরিচালক মোহাম্মদ সাইফ উল্লাহ মনসুর-এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বিজিএমইএ’র পরিচালক সাকিফ আহমেদ সালাম, প্রাক্তন পরিচালক খন্দকার বেলায়েত হোসেন, শফিউল করিম খোকন। তারা গার্মেন্টস্ধসঢ়;্ধসঢ়; শিল্পখাতে মরহুম মোস্তফা গোলাম কুদ্দুসের অবদানের স্মৃতিচারণ করেন।
বিজিএমইএ চট্টগ্রাম অঞ্চলের স্ট্যান্ডিং কমিটি অন রিলিজিয়ার্স অ্যাফেয়ার্স-এর চেয়ারম্যান শফিকুল ইসলাম (টিটু)-এর কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
উপস্থিত ছিলেন- বিজিএমইএ’র পরিচালক এনামুল আজিজ চৌধুরী, প্রাক্তন পরিচালক মোহাম্মদ আতিক, স্ট্যান্ডিং কমিটি অন রিলিজিয়ার্স অ্যাফেয়ার্স-এর কো- চেয়ারম্যান ওয়াদুদ মোহাম্মদ চৌধুরী, সদস্য- এ.এম. জিয়াউল করিম, এস.এম. জাহেদ চৌধুরী, শিব্বির আহমেদ, ফজলে করিম লিটন, আবদুস শুক্কুর, মো. লিটন, মোহাম্মদ হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং বিজিএমইএ’র কর্মকর্তাগণ।
অনুষ্ঠানে মরহুমের রূহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।




