নগর প্রতিবেদক: বৃহত্তর চট্টলার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ফুটন্ত কিশোর সংঘের পবিত্র কুরআনে হাফেজ সংবর্ধনা অনুষ্ঠান ও ইফতার সামগ্রী বিতরন অনুষ্ঠান ২০২৬ইং অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে আসন্ন পবিত্র রমজান মাস শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আজ শনিবার (২৪ জানুয়ারী) বিকালে নগরের চান্দগাঁও থানাধীন ৪নং ওয়ার্ড সিএন্ডবি টেক বাজার এলাকায় ফুটন্ত কিশোর সংঘের কেন্দ্রীয় কার্যলয়ের সম্মূখে অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মোঃ সাদ্দাম হোসেন।
সভা সঞ্চালনা করেন কেন্দ্রীয় সিনিয়র যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান ফাহিম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (উপসচিব) মোঃ মিনহাজুর রহমান।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন এসোসিয়েশন অব এল্যায়েন্স ইন্টা ১০২৪, চট্টগ্রাম জেলার ডিস্ট্রিক গর্ভনর এস এম আজিজ।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত এর পাবলিক প্রসিকিউটর (পি.পি) এডভোকেট মোঃ মফিজুল হক ভূঁইয়া।
বিশেষ আলোচক চট্টগ্রাম জজ কোর্ট এর অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর এডভোকেট মোঃ মোরশেদ আলম, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, রাঙ্গামাটি পার্বত্যজেলার ফিল্ড সুপারভাইজার এম মইনুল আলম মবিন ও বিশিষ্ট সমাজ সেবক জিন্নাহ আলী শুক্কুর।
উপস্থিত ছিলেন- সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান ফাহিম, যুগ্ম সম্পাদক কাজী তৌফিক,যুগ্ম সম্পাদক ইফতেখার ইসলাম অর্থ সম্পাদক আনাস, সহ-দপ্তর সম্পাদক আসিফ, প্রচার সম্পাদক মো সোহেল, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক ছোটন, কার্যনির্বাহী সদস্য জুবায়ের মাহিন,জাবেদ,আবু বক্কর রুবেল,রোমান, রবিউল, জিল্লুর রহমান, ইসফারুল হাসান তাসিন, সদস্য সালমান আলী সিয়াম, সিহাব আব্দুল্লাহ, মিনহাজ, ইরফাত, রাব্বি, রাতুল, প্রমুখ।




