বিজন কুমার বিশ্বাস, নিজস্ব প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-০১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। শুক্রবার বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। আজ শুক্রবার (০২ ডিসেম্বর) যাচাই-বাছাই শেষে মনোনয়ন দাখিলকারী ৫ জন প্রার্থীর মধ্যে ৩ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
বৈধ প্রার্থীরা হলেন- বিএনপি মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক এবং গণ অধিকার পরিষদের প্রার্থী আব্দুল কাদের। অপরদিকে মনোনয়নপত্রে অসংগতি ও ত্রুটির কারণে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সরওয়ার আলম কুতুবী এবং স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলামের মনোনয়ন বাতিল করা হয়।
জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আ. মান্নান জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা ও বিধি অনুযায়ী মনোনয়নপত্র যাচাই-বাছাই করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। যে সব প্রার্থীর কাগজপত্রে ঘাটতি ও অসংগতি পাওয়া গেছে, তাদের মনোনয়ন বাতিল করা হয়েছে।
মনোনয়ন যাচাই-বাছাই শেষে চকরিয়া-পেকুয়া আসনে নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা আরও স্পষ্ট হয়ে উঠেছে। এখন বৈধ প্রার্থীরা নির্বাচনী প্রচার-প্রচারণা ও পরবর্তী ধাপের প্রস্তুতিতে মনোযোগ দিচ্ছেন।




