দি ক্রাইম ডেস্ক: নগরীর চান্দগাঁও থানা এলাকায় বিদেশি পিস্তলসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন– তানভীর ইসলাম তামিম ও আমিরুল ইসলাম মুন্না।
গতকাল সন্ধ্যায় চান্দগাঁও বাহির সিগন্যাল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, বাহির সিগন্যাল এলাকা থেকে অস্ত্র, ম্যাগাজিন ও গুলিসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Post Views: 5




